সৌদি কারাগার থেকে মুক্তি পেলেন শায়েখ আব্দুল আজিজ আল ফাওজান, বন্দী রয়েছেন আরও বহু আলেম

0
137

মুক্তি পেলেন সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের শরীয়াহ ও সৌদি মূল্যবোধ বিরোধী কার্যকলাপের বিরোধিতা করায় আটক হওয়া শায়েখ আব্দুল আজিজ আল ফাওজান হাফিযাহুল্লাহ।

গত ১ মার্চ মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। খবরে বলা হয়, দীর্ঘ ৭ বছর কারাভোগের পর মুক্তি পেয়েছেন সৌদির অন্যতম শীর্ষ আলেম ও শরিয়াহ আইন বিশেষজ্ঞ শায়েখ ড. আব্দুল আজিজ আল ফাওজান হাফিযাহুল্লাহ। যুবরাজ মুহাম্মদ বিন সালমানের নেতৃত্বাধীন সরকারের শরীয়াহ ও সৌদি মূল্যবোধ বিরোধী কার্যকলাপ এবং শীর্ষ আলেমদের গণ-গ্রেফতারের বিরোধিতা করে টুইট বার্তা দেওয়ায় ২০১৮ সালে গ্রেফতার হয়েছিলেন তিনি। যেসব সৌদি শায়েখ বিন সালমানের এমন কর্মকাণ্ডকে প্রশ্রয় দিচ্ছিলেন তাদেরও কঠোর সমালোচনা করেছিলেন তিনি।

শায়েখ ফাওজান ইমাম মুহাম্মাদ ইবন সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক ফিকহ বিষয়ক উচ্চতর ইনস্টিটিউটে অধ্যাপক ছিলেন। সৌদি টিভির বিভিন্ন অনুষ্ঠানে তিনি নিয়মিত অংশগ্রহণ করতেন। তিনি আমেরিকা, খ্রিস্টবাদ, ইহুদিবাদ ও ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের কট্টর সমালোচক ছিলেন।

বিন সালমান যখন তার উচ্চভিলাষী প্রকল্পের লক্ষ্যে আমেরিকা ও ইসরায়েলের দিকে বন্ধুত্বের হাত প্রসারিত করছিল, উদারতার নামে রক্ষণশীল সৌদি সমাজকে পশ্চিমাদের ন্যায় অসভ্য করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছিল, জায়োনিস্ট লবিস্টদের খপ্পরে পড়ে আব্রাহাম অ্যাকর্ড বা সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তিতে যেতে সৌদি শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনছিল, জিহাদের শিক্ষা চেপে যাওয়ার বন্দোবস্ত করেছিল তখন অন্যান্য শীর্ষ আলেমদের ন্যায় তিনিও এক পর্যায়ে ক্ষোভে ফেটে উঠেন। কঠোর সমালোচনা ও নিন্দা জানিয়ে ২০১৮ সালে টুইটারে (বর্তমানে এক্স) পোস্ট করেন।

কারাগার থেকে আরও কয়েকজন আলেমকে মুক্তি দিয়েছে সৌদি সরকার। বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ড. হাতেম আল নাজ্জারও তাদের সাথে মুক্তি পেয়েছেন। এছাড়া নিওম প্রজেক্ট নিয়ে তুমুল বিরোধিতা ও প্রতিবাদ জানানো হুয়াইতাত গোত্রের ১০ জনকেও মুক্তি দেওয়া হয়েছে।

তবে, অল্প সংখ্যক বন্দিকে মুক্তি দেওয়া হলেও এখনও সৌদি কারাগারে বন্দী রয়েছেন বহু খ্যাতনামা ইসলামি চিন্তাবিদ আলেম-উলামা, যারা ইসলামের মৌলিক মূল্যবোধ রক্ষা এবং শরীয়াহ-বিরোধী কর্মকাণ্ডের বিরোধিতা করায় দীর্ঘদিন ধরে কারাবন্দি রয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন শায়েখ সালমান আল-আউদা, শায়েখ আওয়াদ আল-কারনি, শায়েখ আলী আল-উমারি, শায়েখ নাসির আল-ওমরসহ আরও অনেকে।


তথ্যসূত্র:
1. Saudi releases senior cleric Abdulaziz Al-Fawzan after 7-year imprisonment
– https://tinyurl.com/mrhkbb9c

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবেকারত্ব থেকে যুব সম্প্রদায়কে রক্ষা করা আমাদের অন্যতম দায়িত্ব: ইমারতে ইসলামিয়া
পরবর্তী নিবন্ধপাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেয়ার অভিযোগে ভারতে মুসলিম ব্যক্তির বাড়ি ধ্বংস