সরকারি প্রকল্পের নামে ভুয়া সাইনবোর্ড টানিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে বিএনপি নেতা

0
27

সরকারি প্রকল্পের নামে নদীতে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু তুলছে বিএনপির এক নেতা। সে রাজনৈতিক দাপটে ড্রেজার মেশিনে সাইনবোর্ড টাঙিয়ে অবাধে বালু তুলছে। অথচ কোনো ব্যবস্থা নিচ্ছে না স্থানীয় প্রশাসন।

গণমাধ্যমের বরাতে জানা যায়, মানিকগঞ্জের ঘিওর উপজেলার মাইলাগী আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন পুরাতন ধলেশ্বরী নদীতে অবৈধ দুটি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে ঘিওর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক পিন্টু মিয়া। ড্রেজার মেশিনে সাইনবোর্ডে লেখা রয়েছে ‘ঘিওর সরকারি আইটি ভবনের জায়গা মাটি ভরাটের জন্য বালি উত্তোলন করা হচ্ছে’। এ বালু উত্তোলনের কারণে হুমকির মুখে পড়েছে নদীর তীরে অবস্থিত সরকারি স্থাপনাসহ বসতভিটা।

প্রকল্পের একাধিক ব্যক্তি গণমাধ্যমকে জানিয়েছে, ‘নদীতে বালু উত্তোলনের কারণে আমাদের মাথা গোঁজার একমাত্র জায়গা এ আশ্রয়ণ প্রকল্পটাও বর্ষা মৌসুমে নদীগর্ভে চলে যেতে পারে। আমাদের থাকার মতো কোনো জায়গা নাই বলে সরকার আমাদের এখানে থাকতে দিয়েছে। এ প্রকল্পে ৩৫ টি ঘর রয়েছে। আমরা সবাই গরীব মানুষ আমাদের এ থাকার জায়গাটা নদীতে ভেঙে গেলে আমাদের থাকার কোনো জায়গা থাকবে না। কিন্তু কেউ এ বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না।’


তথ্যসূত্র:
১. সাইনবোর্ড টাঙিয়ে বিএনপি নেতার বালু উত্তোলন
– https://tinyurl.com/3ukd2u8u

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসাবেক ডিজিএফআই প্রধানের বাসা থেকে নগদ আড়াই কোটি টাকা উদ্ধার
পরবর্তী নিবন্ধদিল্লি থেকে কথিত অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের ফেরত পাঠানোর নির্দেশ অমিত শাহের