
১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে দখলদার ইসরায়েলি বাহিনী ৯০০ বারেরও বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। গাজার সরকারি মিডিয়া অফিস এ তথ্য জানিয়েছে। এসব হামলায় শত শত ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছেন বলে জানায় বার্তা সংস্থা আনাদোলু।
গাজার মিডিয়া অফিসের মহাপরিচালক ইসমাইল আল-থাওয়াবতা বলেন, ‘এই লঙ্ঘনগুলোর মধ্যে রয়েছে বিমান ও গোলাবর্ষণ হামলা, ব্যাপক ড্রোন তৎপরতা, মানবিক সহায়তা প্রবেশে বাধা, সাধারণ নাগরিকদের ওপর গুলি চালানো, ঘরবাড়ি ধ্বংস এবং গাড়ি লক্ষ্য করে হামলা।’
তিনি আরও জানান, ইসরায়েল গাজায় জ্বালানি প্রবেশে বাধা দিয়েছে, উদ্ধারকাজের জন্য প্রয়োজনীয় গাড়ি ও ভারী যন্ত্রপাতি আটকে দিয়েছে এবং ২ লাখ ৬০ হাজার তাঁবু ও অস্থায়ী আবাসন সরঞ্জাম প্রবেশেও বাধা দিয়েছে।
আল-থাওয়াবতা আন্তর্জাতিক সম্প্রদায় ও মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং যুদ্ধবিরতি চুক্তির শর্ত বাস্তবায়নে চাপ প্রয়োগ করে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১৬ জনে পৌঁছেছে এবং অন্তত ৪৯০ জন আহত হয়েছেন।
এদিকে, ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় ০২ মার্চ, রবিবার এক বিবৃতিতে বলেছে, গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দেওয়ার মাধ্যমে ইসরায়েল ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি করছে।
তারা ইসরায়েলের এই সিদ্ধান্তের কঠোর নিন্দা জানিয়ে বলেছে, ‘মানবিক সহায়তাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে ফিলিস্তিনিদের দুর্ভোগ বাড়ানো এবং তাদের ওপর গণহত্যামূলক নীতি প্রয়োগ করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’
তবে গাজায় ত্রাণ প্রবেশে ইসরায়েলি নিষেধাজ্ঞার বিরুদ্ধে দেশটির ভেতরেও সমালোচনা বাড়ছে। বন্দিদের পরিবারের পাশাপাশি রাজনীতিবিদরাও এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিরোধী দল ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়াইর গোলান বলেছে, ইসরায়েলের কট্টর ডানপন্থি সরকার যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ও বন্দি বিনিময় আলোচনা থেকে এড়িয়ে চলার চেষ্টা করছে।
তথ্যসূত্র:
1. Israel violated ceasefire more than 900 times since 19 January, says Gaza govt. media office
– https://tinyurl.com/tae4mb7m
2.Israel violated Gaza ceasefire over 900 times
– https://tinyurl.com/529ccu8t