কাশ্মীরে আরও চার মুসলিমের সম্পত্তি জব্দ করল ভারতীয় পুলিশ

0
7

হিন্দুত্ববাদী ভারত কর্তৃক দখলীকৃত কাশ্মীরে ধারাবাহিক দমন-পীড়ন অব্যাহত রয়েছে। এবার তারা আরও চার কাশ্মীরি মুসলিমের সম্পত্তি জব্দ করেছে।

গত ৩ মার্চ কাশ্মীর মিডিয়া সার্ভিস এক প্রতিবেদনে জানিয়েছে, বিজেপি মনোনীত লেফটেন্যান্ট গভর্নর মিনহাজ সিনহার নির্দেশে ভারতীয় পুলিশ পুঞ্চ জেলায় এসব স্থানীয় মুসলিমদের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে।

স্থানীয় আদালতের আদেশ অনুযায়ী, এসব সম্পত্তির বিক্রি, লিজ বা অন্য কোনো লেনদেনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। লেফটেন্যান্ট গভর্নরের আওতাধীন পুলিশ বা নির্ধারিত কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এই সম্পত্তিগুলো এখন আর ব্যবহার করা যাবে না।

এর আগে, গত ফেব্রুয়ারির শেষ সপ্তাহে বিজেপি সরকার পাঁচ কাশ্মীরির সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল। এছাড়াও গত ফেব্রুয়ারির ১৩ তারিখে ভারতীয় পুলিশ শোপিয়ান জেলার এক মুসলিমের দুই তলা বাড়ি অবৈধ কার্যকলাপ প্রতিরোধ আইন এর আওতায় জব্দ করে।

২০১৯ সালের আগস্টে ভারত সরকার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অবৈধভাবে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পর থেকে কাশ্মীরিদের শত শত সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। বিভিন্ন অজুহাত দেখিয়ে এই অভিযান চালানো হচ্ছে, যা কাশ্মীরিদের অর্থনৈতিক স্থিতিশীলতা নষ্ট করার প্রচেষ্টা বলে মনে করা হচ্ছে।


তথ্যসূত্র:
1. BJP regime attaches properties of four more Kashmiris in IIOJK
– https://tinyurl.com/2484cd6s

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসোমালিয়ায় বুস-হারেরি যুদ্ধে মুজাহিদদের হামলায় ৪৩ শত্রু সৈন্য হতাহত
পরবর্তী নিবন্ধরমজান উপলক্ষে আফগানিস্তানের কাবুলে কমেছে খাদ্য পণ্যের দাম; স্বস্তিতে ক্রেতারা