রমাদান উপলক্ষে আফগানিস্তানের নানগারহারে ৬০০ বিধবা ও এতিমের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

0
38

রমাদান উপলক্ষে আফগানিস্তানের নানগারহার প্রদেশে ৬০০ বিধবা ও এতিমের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ইমারতে ইসলামিয়ার শহীদ ও প্রতিবন্ধী বিষয়ক মন্ত্রণালয়। বেসরকারি দাতব্য সংস্থার সাথে সমন্বয়ের মাধ্যমে উদ্যোগটি বাস্তবায়ন করা হয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে, চলতি রমাদানে অসহায় পরিবারদের সহায়তার উদ্দেশ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে। সহায়তা প্যাকেজে ৮টি প্রয়োজনীয় খাদ্য সামগ্রী অন্তর্ভুক্ত ছিল।

এছাড়া, উরুজগান প্রদেশে ৪২৫টি অসহায় ও দরিদ্র পরিবারকে প্রায় ৪০ টন প্রয়োজনীয় খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। প্রতি প্যাকেজে অন্তর্ভুক্ত ছিল আটা, রান্নার তেল, চাল, চিনি, মটর, গ্রিনটি, লবণ ও খেজুর সহ ৯৪ কেজি খাদ্য সামগ্রী।


তথ্যসূত্র:
1. Food Aid Delivered to 600 Widows and Orphans in Nangarhar
– https://tinyurl.com/ycx952st
2. Around 40 Tons of Food Assistance Distributed in Uruzgan
– https://tinyurl.com/5xy6s3ms

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানে বিগত যুদ্ধাবস্থায় বন্ধ হয়ে যাওয়া বাঘলান চিনি কারখানা পুনরায় চালু
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীন ও কানাডার পাল্টা শুল্ক আরোপের ঘোষণা