কুশতেপা খালকে সবুজায়ন করে তুলতে আফগান কৃষকরা ১,৭০,০০০ চারা দান করেছেন

0
113

ইমারতে ইসলামিয়া আফগানিস্তান কর্তৃক মেগা প্রকল্প কুশতেপা খাল খনন কাজের প্রথম পর্যায় ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং দ্বিতীয় পর্যায়ের কাজ চলছে। এটি ইমারতে ইসলামিয়ার একটি বিশেষ উদ্যোগ, যার উদ্দেশ্য কৃষি উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ।

গত ২ মার্চ এক প্রতিবেদনে জানা যায়, খালের দুই পাশে সবুজায়ন করার জন্য স্থানীয় কৃষকরা প্রায় ১,৭০,০০০ গাছের চারা প্রদান করেছেন। দেশটির কৃষি ও প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে বিভিন্ন জেলা থেকে ফলদ, অ-ফলদ এবং শোভাময় গাছ সংগ্রহ করা হয়।

সরকারি কর্মকর্তারা জানান, কৃষকদের প্রদান করা গাছের চারাগুলি জাতীয় উন্নয়ন সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।


তথ্যসূত্র:
1. د لوګر بزګرانو د قوشتېپې کانال د زرغونتيا لپاره ۱۷۰ زره نيالګي مرسته کړې
– https://tinyurl.com/32mshswd

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীন ও কানাডার পাল্টা শুল্ক আরোপের ঘোষণা
পরবর্তী নিবন্ধজেনিনে বর্বর ইসরায়েলি অভিযান সম্প্রসারণ, ৩ ফিলিস্তিনিকে হত্যা