
ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের সর্বোচ্চ নেতা আমিরুল মু’মিনিন শাইখুল হাদিস হিবাতুল্লাহ আখুন্দজাদা হাফিযাহুল্লাহ সদ্য জারি করা এক ফরমানের মাধ্যমে আফগানিস্তানের সকল মসজিদের বিদ্যুৎ বিল মওকুফ করার ঘোষণা দিয়েছেন।
৫ মার্চ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আফগান গণমাধ্যম বখতার নিউজ এজেন্সি। প্রতিবেদনে জানানো হয়েছে, ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণায় বলেন, ‘এই ফরমান অনুসারে, মসজিদের বিদ্যুৎ বিল এখন থেকে সম্পূর্ণ মুক্ত। সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, ভবিষ্যতে এই ব্যয়ের জন্য কোনো বিল দাবি করা যাবে না।’
তিনি আরও জানান, মসজিদে দেওয়া বিদ্যুৎ যেন অন্য কোনো জায়গায় অপব্যবহার না হয়, তা নিশ্চিত করতে কঠোর নজরদারি চালানো হবে।
এই পদক্ষেপটি ইসলামের সেবক হিসেবে আমির আল-মু’মিনিনের নীতির প্রতিফলন।
তিনি মসজিদগুলোর জন্য বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে প্রমাণ করেছেন যে, ইসলামের সেবক হওয়া মানে দ্বীনী দায়িত্বের অংশ হিসেবে সমাজের কল্যাণে নিবেদিত থাকা।
তথ্যসূত্র:
1. Amir al-Mu’minin Orders Free Electricity Supply to Mosques
– https://tinyurl.com/3sntjjfw