
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতিতে যেতে রাজি আছে ইসরায়েল। ০৪ মার্চ, মঙ্গলবার এ তথ্য জানিয়েছে দখলদার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সা’র। জেরুজালেমে আন্তর্জাতিক মিডিয়াগুলোর সাংবাদিকদের ব্রিফিংয়ে দখলদার এ মন্ত্রী জানায়, এ ক্ষেত্রে তাদের পূর্বশর্ত হলো হামাসকে তাদের সব জিম্মিকে মুক্তি দিতে হবে। একই সঙ্গে গাজাকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করতে হবে এবং সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদকে অস্ত্র ফেলে দিতে হবে।
তবে ইসরায়েলের এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। দলটির জ্যেষ্ঠ নেতা সামি আবু জুহরি জানিয়েছেন, অস্ত্র সমর্পণ তাদের ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর জন্য ‘রেড লাইন’। তারা এতে কখনো রাজি হবেন না। তিনি বলেন, প্রতিরোধ বাহিনীর অস্ত্র নিয়ে কোনো ধরনের কথা বলা বোকামি। প্রতিরোধের অস্ত্র হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর জন্য রেডলাইন।
উল্লেখ্য, গাজা যুদ্ধের শুরুতে হামাসকে নির্মূল করার লক্ষ্য নিয়ে সামরিক অভিযান শুরু করেছিল দখলদার ইসরায়েল। কিন্তু সেই লক্ষ্য পূরণে ব্যর্থ হওয়ার পর এখন তারা হামাসকে গাজার নিয়ন্ত্রণ ছাড়তে বাধ্য করতে ব্যর্থ চেষ্টা চালাচ্ছে।
তথ্যসূত্র:
1. Hamas rejects Israeli demand for Gaza disarmament, calls it a ‘red line’
– https://tinyurl.com/5n6nt279