
ইসরায়েলি দখলদার বাহিনী অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরটিতে বেশ কয়েকটি মসজিদে হামলা চালিয়ে ঐতিহাসিক আল-নাসর মসজিদে আগুন ধরিয়ে দিয়েছে। শুক্রবার সকালে এই হামলা চালানো হয়েছে। ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে যে, বর্বর ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীর একটি বিশাল দল নাবলুসের বেশ কয়েকটি মসজিদে হামলা চালিয়ে তাদের ভেতরের অংশ ধ্বংস করে দিয়েছে।
সংবাদ সংস্থাটি আরও জানিয়েছে যে, সেই সময় দখলদার ইসরায়েলি সৈন্যরা ইচ্ছাকৃতভাবে ঐতিহাসিক আল-নাসর মসজিদে আগুন ধরিয়ে দেয়। এমনকি তারা অগ্নিনির্বাপকদের আগুন নেভাতেও বাধা দেয়। প্রত্যক্ষদর্শীরা আনাদোলুকে জানিয়েছেন যে, আগুনে ইমামের কক্ষ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় এবং মসজিদের দেয়াল এবং কার্পেট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ঐতিহাসিক আল-নাসর মসজিদ নাবলুসের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন। ফিলিস্তিনের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ইসরায়েলি বাহিনীর আক্রমণ এবং মসজিদে অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানিয়েছে।
এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, “সকালে ইসরায়েলি বাহিনী পুরাতন শহরের বাব আল-সাহা এলাকার আল-নাসর মসজিদে আক্রমণ করে আগুন ধরিয়ে দেয় এবং নাবলুস পৌরসভার অগ্নিনির্বাপক কর্মীদের আগুন নেভাতে বাধা দেয়, যার ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে।”
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আরও জানিয়েছে যে, ইসরায়েলি বাহিনী কোনও পূর্ব সতর্কতা ছাড়াই পুরাতন শহরের বেশ কয়েকটি মসজিদে আক্রমণ করে এবং মসজিদের অভ্যন্তরভাগ অপবিত্র করে।
নাবলুস এনডাউমেন্টসের পরিচালক নাসের আল-সালমান এই আক্রমণকে “একটি নৃশংস ইসরায়েলি আগ্রাসন” বলে অভিহিত করেছেন।
তিনি বলেছেন, “১৯৪৮ সালের নাকবা (ফিলিস্তিনি বিপর্যয়) এর পর থেকে এটি একটি নজিরবিহীন ঘটনা। ইসরায়েল ধর্মীয়, নৈতিক এবং আন্তর্জাতিক আইন ও বিধিবিধানকে সম্পূর্ণরূপে উপেক্ষা করছে যা উপাসনা এবং পবিত্র স্থানগুলিতে প্রবেশাধিকারের অধিকার নিশ্চিত করে।”
ইসরায়েলের এই জঘন্য কর্মকাণ্ডের কারণে অধিকৃত পশ্চিম তীর জুড়ে উত্তেজনা চরমে পৌঁছেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা আগ্রাসন শুরু হওয়ার পর থেকে, পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী এবং অবৈধ বসতি স্থাপনকারী ইহুদের আক্রমণে কমপক্ষে ৯৩০ জন ফিলিস্তিনি নিহত এবং প্রায় ৭,০০০ আহত হয়েছে।
তথ্যসূত্র:
1. Israeli forces storm and set fire to historic mosque in Nablus amid West Bank raids
– https://tinyurl.com/efzu2enm
2.Israeli forces set fire to Nablus mosque, stop dawn prayers
– https://tinyurl.com/57m8d97u