স্বচ্ছ ও ব্যয়-সাশ্রয়ী প্রক্রিয়ায় ইমারতে ইসলামিয়ায় আসন্ন হজ্ব আয়োজন

0
97

চলছি বছরে আফগানিস্তানের জন্য ৩০ হাজার হজ্ব কোটা বরাদ্দ করেছে সৌদি কর্তৃপক্ষ। অতিরিক্ত হজ্ব কোটা মঞ্জুরির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ইমারতে ইসলামিয়ার হজ্ব ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

হজ্ব ও ধর্ম বিষয়ক মন্ত্রী শাইখুল হাদিস নূর মুহাম্মদ সাকিব হাফিযাহুল্লাহ জানান, নাগরিকদের সুষ্ঠুভাবে হজ্বের সুযোগ প্রদানের লক্ষ্যে বরাদ্দকৃত হজ্ব কোটা স্বচ্ছ প্রক্রিয়ায় বণ্টন করা হচ্ছে। এতে মুজাহিদ, সরকারি কর্মকর্তা-কর্মচারী, শহীদ পরিবার, প্রতিবন্ধী ব্যক্তি ও শরণার্থীদের জন্য হজ্বের বিশেষ কোটা নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাগণ জানান, হজ্বগামীদের হজ্ব সংক্রান্ত শিক্ষা প্রদানের জন্য যোগ্য আলেম নিয়োগ দেয়া হয়েছে। হজ্বে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানের জন্য বাছাইকৃত আলেমগণ হাজীদের সফরসঙ্গী হবেন। এছাড়া হানাফি ফিকহের আলোকে হজ্বগাইড বই আকারে প্রকাশ করা হয়েছে।

হজ্বযাত্রীদের নিরাপদ সফর নিশ্চিত করতে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সাথে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। হাজীদের সৌদি আরবে অবস্থান, খাবার, পরিবহন ও অন্যান্য প্রয়োজনীয় পরিষেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় আলোচনা ও চুক্তি চূড়ান্ত করেছে ধর্ম মন্ত্রণালয়। মক্কা ও মদিনা উভয় স্থানে হাজীদের সুবিধা ও স্বাচ্ছন্দ্যের স্বার্থে নিরাপদ ও কৌশলগত অবস্থানে আবাসনের ব্যবস্থা করা হয়েছে।

হাজীদের উন্নত পরিষেবা নিশ্চিত করার পাশাপাশি অপ্রয়োজনীয় ব্যয় হ্রাস করতে পদক্ষেপ নেয়া হয়েছে। এ বছরে প্রতি জন হাজীর হজ্বের ব্যয় নির্ধারণ করা হয়েছে ২ লক্ষ ৮২ হাজার ৯০ আফগানি। আসন্ন হজ্ব মৌসুমে মন্ত্রণালয়ের সামগ্রিক ব্যয় ৮.২৭ বিলিয়ন আফগানির অধিক।

হজ্ব সংশ্লিষ্ট ব্যয় কমিয়ে আনার পাশাপাশি সামগ্রিক প্রক্রিয়া স্বচ্ছতা ও দক্ষতার সাথে পরিচালনা করতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে ইমারতে ইসলামিয়ার হজ্ব ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। গৃহীত উদ্যোগসমূহ মন্ত্রণালয়ের প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন হিসেবে বিবেচনা করা হচ্ছে।


তথ্যসূত্র:
1. Ministry of Hajj and Religious Affairs Announces 30,000 Hajj Quotas for Afghanistan in 1404
– https://tinyurl.com/k8m6jyec

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপশ্চিম তীরের মসজিদে মসজিদে ভাঙচুর, আগুন দখলদার ইসরায়েলি সেনাদের
পরবর্তী নিবন্ধবিএনপি নেতার মসজিদের চাল আত্মসাতের প্রতিবাদ করায় হামলা; নারী শিশুসহ আহত ০৫