বিএনপি নেতার মসজিদের চাল আত্মসাতের প্রতিবাদ করায় হামলা; নারী শিশুসহ আহত ০৫

0
47

চাটমোহরে একটি মসজিদের নামে বরাদ্দকৃত দুই মেট্রিক টন সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ করায় হামলায় আহত হয়েছে নারী শিশুসহ প্রায় পাঁচজন। তাদের মধ্যে গুরুতর আহত নারী ও শিশুসহ তিনজনকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (০৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের কদমতলী মিনাজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হল- কদমতলী মিনাজ মোড় গ্রামের জয়নাল আবেদীনের স্ত্রী সালমা খাতুন (৩৫), তার শিশু সন্তান সোহেল (১১) ও আলাউদ্দিন আলীর স্ত্রী আলপনা খাতুন (৩২)। অন্যদের নাম পাওয়া যায়নি। অভিযুক্ত বিএনপি নেতা হল ফৈলজানা ইউনিয়ন বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

আহত সালমা খাতুন গণমাধ্যমকে জানিয়েছে, মিনাজ মোড় জামে মসজিদের দুই টন চাল বরাদ্দ পাওয়া যায় সরকারিভাবে। সেই চাল বিক্রি করে টাকা আত্মসাৎ করে সাইফুল ইসলাম মতিন গং। তার প্রতিবাদ করেছিলেন আমার স্বামীসহ এলাকার অনেকেই। সেই ক্ষোভে শুক্রবার দুপুরের এসে তারা আমাদের বাড়িঘরে হামলা চালায়। তাদের বাধা দিতে গেলে লাঠি দিয়ে বেধড়ক মারপিটে আমাদের আহত করে।

ইউএনও অফিসে অভিযোগ দেওয়ার জেরে শুক্রবার বেলা ১১টার দিকে বিএনপি নেতা সাইফুল, তার সহযোগী মনিরুল, মসজিদের ক্যাশিয়ার মতিন, সাদিকুল, শামীম, জাহাঙ্গীরসহ ১৫-২০ জন অভিযোগকারীদের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করে তারা। এ সময় তাদের বাধা দিতে গেলে শিশু-নারীসহ অনেককে মারধর ও বাড়ি ভাঙচুর করে। এতে ৫ জন আহত হয়। তার মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়।


তথ্যসূত্র:
১. বিএনপি নেতার বিরুদ্ধে মসজিদের চাল আত্মসাতের অভিযোগ
-https://tinyurl.com/2yhe459p

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধস্বচ্ছ ও ব্যয়-সাশ্রয়ী প্রক্রিয়ায় ইমারতে ইসলামিয়ায় আসন্ন হজ্ব আয়োজন
পরবর্তী নিবন্ধটিসিবির চালের বস্তায় শেখ হাসিনার নামে স্লোগান