সোমালিয়ায় শাবাবের সফল অভিযানে সরকারের শীর্ষ দুই প্রশাসনিক কর্মকর্তা নিহত

0
35

সোমালিয়ার মধ্য শাবেলি রাজ্যের সাম্প্রতিক যুদ্ধে মোগাদিশু সরকারের সাথে যুক্ত সিনিয়র প্রশাসকদের হামলার লক্ষ্যবস্তু করতে শুরু করেছে আশ-শাবাব।

সেই ধারাবাহিকতায়, গত ৯ মার্চ, রবিবার সকালে, বালাদ জেলার উপকণ্ঠে হারেরি-আদল এলাকায় একটি পরিকল্পিত আক্রমণ চালিয়েছেন হারাকাতুশ শাবাব মুজাহিদিন। আক্রমণটি মধ্য শাবেলি রাজ্যের একজন সিনিয়র আঞ্চলিক গভর্নর ‘আফকাদ’ এর গাড়ি লক্ষ্য করে শক্তিশালী বোমা বিস্ফোরণের মাধ্যমে চালানো হয়েছে।

ফলশ্রুতিতে মোগাদিশু সরকারের সিনিয়র এই স্থানীয় গভর্নর ও তার ৩ এরও বেশি দেহরক্ষী নিহত হয়, আহত হয় আরও কতক শত্রু সৈন্য।

এদিকে গত ৮ মার্চ শনিবার, মধ্য শাবেলির বুস-হারিরি শহরের উপকণ্ঠে মোগাদিশু বাহিনী বিরুদ্ধে একটি পাল্টা আক্রমণ চালিয়েছেন মুজাহিদিনরা। এতে মোগাদিশু বাহিনীর কয়েক ডজন সৈন্য হতাহত হয়। হতাহতদের মধ্যে মোগাদিশু সরকারের সিনিয়র সামরিক কর্মকর্তা মেজর আবু বকর আবদুল্লাহ রাগেও রয়েছে। সে এদিন মুজাহিদদের হামলায় তার দেহরক্ষীরা সহ নিহত হয়। তার এই মৃত্যুতে মধ্য শাবেলির প্রাদেশিক প্রেসিডেন্ট আলী গুদলাওয়ে শোক প্রকাশ করেছে।


তথ্যসূত্র:
1. Mourns Death of Senior Military Officer in Al-Shabaab Attack
– https://tinyurl.com/26vbvcny

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআল ফিরদাউস এর সম্পাদক এখন ফেসবুকে
পরবর্তী নিবন্ধআফগানিস্তানের পাকতিকা প্রদেশে গড়ে উঠবে আধুনিক নগর, ৬০ লাখ ডলার বিনিয়োগের সম্ভাবনা