কূটনৈতিক সম্পর্ক জোরদারে ওমান সফরে ইমারতে ইসলামিয়ার পররাষ্ট্রমন্ত্রী

0
14

কূটনৈতিক সম্পর্ক জোরদার ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ইমারতে ইসলামিয়ার ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি হাফিযাহুল্লাহ ওমান সফরে গেছেন। তিনি ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আলবুসাইদির আমন্ত্রণে এই সফর করছেন।

গত ৯ মার্চ গণমাধ্যমকে ইমারতে ইসলামিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হাফিজ জিয়া আহমদ তাকাল হাফিযাহুল্লাহ জানান, সফরকালে আমির খান মুত্তাকি ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আলবুসাইদির সঙ্গে বৈঠক করবেন এবং রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার পাশাপাশি দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করবেন।

তিনি আরও বলেন, পররাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেই নয়, বরং সে দেশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণ ও সহযোগিতা নিয়ে আলোচনা করবেন।

উল্লেখ্য, এর আগে আমির খান মুত্তাকি একটি প্রতিনিধিদলের নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাত সফর করেছিলেন। সেখানে তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।


তথ্যসূত্র:
1. Muttaqi Visits Oman to Strengthen Bilateral Ties, Economic Cooperation
– https://tinyurl.com/bywtbrzh

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমক্কায় আন্তর্জাতিক ইসলামি সম্মেলনে ফিলিস্তিন প্রসঙ্গে আমিরুল মুমিনিনের গুরুত্বপূর্ণ বার্তা উপস্থাপন
পরবর্তী নিবন্ধমেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিতাকে কুপিয়ে গুরুতর জখম করলো হিন্দু যুবক