
গত ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুর এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর যুবলীগ-ছাত্রলীগ ও পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন চট্টগ্রাম কলেজের ছাত্রদল নেতা ওয়াসিম আকরামসহ তিনজন। চট্টগ্রামের সেই আন্দোলন দমনের সঙ্গে সরাসরি যুক্ত নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের এক নেতা সরকারিভাবে আহতদের তালিকায় স্থান হয়েছে।
গত ৪ মার্চ প্রকাশিত জুলাই আহতদের গেজেটে মাহিবী তাজওয়ার নামে সেই ছাত্রলীগ নেতার অন্তর্ভুক্ত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও তার নাম তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি জড়িতদের ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন।
জানা গেছে, মাহিবী তাজওয়ার চট্টগ্রাম লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং চট্টগ্রাম কলেজের ছাত্র। কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মাহিবী তাজওয়ার জড়িত ছিল। তবে আন্দোলনের এক পর্যায়ে নিজেকে আহত দাবি করা হলে ২ আগস্ট তৎকালীন স্থানীয় আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুল মোতালেব তাকে চট্টগ্রামস্থ বাসায় দেখতেও যায়। এ নিয়ে গণমাধ্যমে তখন সংবাদও প্রচার করা হয়েছিল। তবে ৫ আগস্টে পটপরিবর্তনের পর এই নেতার নামে কোথাও মামলা হয়েছে কি না তা জানা যায়নি।
তথ্যসূত্র:
১. আন্দোলনে আহতদের তালিকায় শহীদ ওয়াসিমদের হত্যাকারী ছাত্রলীগ নেতার নাম
– https://tinyurl.com/3zk75t9d