যতদিন মসজিদ থেকে বিপ্লব বের হবে সিরিয়ার কোনো ভয় নেই : প্রেসিডেন্ট জুলানী

0
68

যতদিন মসজিদ থেকে বিপ্লব বের হবে সিরিয়ার কোনো ভয় নেই বলে মন্তব্য করেছেন দেশটির বিপ্লবোত্তর প্রেসিডেন্ট আহমাদ আল শার’আ আল জুলানী।

পতিত স্বৈরাচার বাশার আল আসাদের সন্ত্রাসী বাহিনীর সাথে সংঘর্ষের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, সিরিয়ায় সম্প্রতি যা হয়েছে তা প্রত্যাশিত চ্যালেঞ্জের অংশ। তবে যতদিন এসব মসজিদ থেকে বিপ্লব বের হবে সিরিয়ার কোনো ভয় নেই।

৯ মার্চ, রবিবার দামেস্কের মসজিদে শাফেয়ীতে ফজরের নামাজ আদায়ের পর মুসল্লী ও জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি একথা বলেন।

এছাড়া তিনি সকলকে শান্ত থাকার, জাতীয় ঐক্য ও শান্তি বজায় রাখার আহবান জানিয়েছেন।

এর পূর্বে সিরিয়ার কিছু অংশে দেখা দেওয়া বাশার আল আসাদের সন্ত্রাসী বাহিনীর নাশকতা, ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েল ও আমেরিকার হামলা ও অপতৎপরতা প্রসঙ্গে তিনি বলেছেন, সিরিয়া এগিয়ে গিয়েছে। একে এক পাও পিছিয়ে যেতে দেওয়া হবে না। আমরা সিরিয়ার নাগরিক শান্তির কোনো ক্ষতি হতে দিবো না। যারা সিরিয়ার শান্তি বিনষ্ট করতে চায় তাদের কঠোরভাবে দমন করা হবে ইনশাআল্লাহ।

সন্ত্রাসীদের দমনে অংশ নেওয়া নিরাপত্তা বাহিনীদের উদ্দেশ্যে তিনি নিজ নিজ কমান্ডারদের নির্দেশ কঠোরভাবে মেনে চলার দিক-নির্দেশনা দিয়েছেন। বাড়াবাড়ি থেকে মুক্ত থাকার ও দ্রুততম সময়ে এলাকাগুলোকে সন্ত্রাসী মুক্ত করার আদেশ দিয়েছেন।

তিনি বলেন, নীতির উপর অটল ও সৎ থাকাই আমাদেরকে আমাদের শত্রুদের থেকে আলাদা করে তুলে। উপকূল, সংঘর্ষের এলাকা ও এতে বসবাসরত লোকজন আমাদের মাতৃভূমির গুরুত্বপূর্ণ অংশ। তাদের রক্ষা করা আমাদের উপর আবশ্যক।


তথ্যসূত্র:
1. President Ahmad Al-Sharaa at Al-Akram Mosque after the Fajr prayer:
– https://tinyurl.com/5n773mnu
2.Syria’s President al-Sharaa calls for ‘peace, calm’ amid brutal clashes
– https://tinyurl.com/54mbbh9n

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসরকারি গেজেটভুক্ত আহতদের নামের তালিকায় ছাত্র হত্যায় সরাসরি জড়িত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার নাম
পরবর্তী নিবন্ধএবার গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করল দখলদার ইসরায়েল