কাবুলে নির্মাণ কাজের গুণগত মান রক্ষায় কঠোর নির্দেশনা

0
94

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের রাজধানী কাবুলের মেয়র মৌলভী আব্দুল রশিদ হাফিজাহুল্লাহ সড়ক ও অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নকারী ঠিকাদারি সংস্থাগুলোর প্রতি কড়া সতর্কবার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, প্রকল্পের কাজে কোনো অনিয়ম বা মানহীনতা গ্রহণযোগ্য নয়, এবং যেকোনো লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

গত ১০ মার্চ, এক বৈঠকে মেয়র ঠিকাদারি সংস্থাগুলোর দায়িত্বশীলতা, প্রকল্পের গতি ও গুণগত মানের গুরুত্ব তুলে ধরেন। তিনি স্পষ্ট করে বলেন, যদি কোনো প্রতিষ্ঠান চুক্তি লঙ্ঘন করে, তাহলে তদন্ত করা হবে এবং প্রয়োজনে চুক্তি বাতিল করা হবে।

মেয়র আরও বলেন, জনকল্যাণমূলক প্রকল্পগুলো সততা ও নির্ভুলতার সাথে সম্পন্ন করতে হবে। তিনি ঠিকাদারদের মানসম্মত নকশা অনুসরণ করে নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকল্প শেষ করার নির্দেশনা দেন। পাশাপাশি, তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নিম্নমানের কাজের মাধ্যমে জনগণের তহবিল অপচয় করার অনুমতি কাউকে দেওয়া হবে না।

এছাড়া, মেয়র প্রকল্প বাস্তবায়নের সময় নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশ্বস্ত করেন যে, জাতীয় বিনিয়োগকারী ও স্থানীয় নির্মাণ কোম্পানিগুলোকে সমর্থন দেওয়া হবে, তবে শর্ত হলো— তাদের নির্মাণকাজ অবশ্যই নির্ধারিত মানদণ্ড অনুযায়ী হতে হবে।


তথ্যসূত্র:
1. Kabul Municipality Cracks Down on Projects Violations
– https://tinyurl.com/4rn3uzjj

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধচাঁদার টাকা ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ; নিহত ১
পরবর্তী নিবন্ধদ্বিপাক্ষিক সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা করতে প্রস্তুত ওমান ও ইমারতে ইসলামিয়া আফগানিস্তান