
সিরিয়ার সীমান্তবর্তী শহর সুয়েইদার অধিবাসীদের সাথে ঐক্যমতের ভিত্তিতে একটি চুক্তি স্বাক্ষর করেছে আহমদ আল শার’আ আল জুলানীর নেতৃত্বাধীন সরকার। এই চুক্তির মাধ্যমে সিরিয়া সরকারের অধীনস্থ একটি প্রদেশে পরিনত হবে সুয়েইদা। বৃহত্তম দ্রুজ জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত এই প্রদেশের নিরাপত্তার দায়িত্ব পালন করবে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
১১ মার্চ, সোমবার এই চুক্তিটি স্বাক্ষর হয় বলে জানিয়েছে কাতারভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম আল জাজিরা।
চুক্তিতে আরো বলা হয়েছে, সুয়েইদার পুলিশ বাহিনীতে স্থানীয় জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে। পাশাপাশি ওই অঞ্চলের জন্য একজন গভর্নর ও পুলিশপ্রধান নিয়োগ দেবে। তবে গভর্নর বা পুলিশ প্রধান সুয়েইদা প্রদেশের নাও হতে পারে।
প্রসঙ্গত, এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি সশস্ত্র গোষ্ঠী সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ)- এর সাথে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট। এই চুক্তি অনুযায়ী, কুর্দিদের সকল সৈন্য সিরিয়ার সরকারি সৈন্যদের সাথে যোগদান করবে। পাশাপাশি কুর্দিদের নিয়ন্ত্রিত তেল ও গ্যাস ক্ষেত্র, সামরিক স্থাপনা, বিমানবন্দর ও সীমান্ত বন্দরের নিয়ন্ত্রণ নেবে সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকার।
চুক্তির পর সিরিয়ার দ্রুজ সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতা হিকমত আল-হিজরি বলেছে, “সিরিয়ার অখণ্ডতা এবং জনগণের ঐক্য আমাদের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ। আমরা বিভক্তি চাই না, আমাদের লক্ষ্য শুধুই আমাদের শিকড় সংরক্ষণ করা।”
উল্লেখ্য, সুয়েইদা প্রদেশ মূলত শিয়া অন্তর্ভুক্ত দ্রুজ সম্প্রদায়ের বসবাসের এলাকা। তারা দীর্ঘদিন ধরে স্বায়ত্তশাসনের দাবি তুললেও বর্তমানে বিচ্ছিন্নতাবাদ প্রত্যাখ্যান করেছে।
তথ্যসূত্র:
1. Why Syrian Druze are placing faith in Damascus and not Israel for security
– https://tinyurl.com/2fjyefva
2.Damascus reportedly reaches deal with Druze as Kurds integrate into Syrian state
– https://tinyurl.com/mu8m77ht