
বুরকিনান জান্তা বাহিনীকে হটিয়ে আল-কায়েদা সংশ্লিষ্ট মুজাহিদিনরা একটি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছেন বলে জানা গেছে। এতে জান্তা বাহিনীর অন্তত ১৫ সেনা নিহত হয়েছে।
আয-যাল্লাকার তথ্য অনুযায়ী, গত ১১ মার্চ সকালে, বুরকিনা ফাসোর গাউই রাজ্যের ডাইনকো এলাকায় একটি অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। কয়েক ডজন সশস্ত্র জেএনআইএম যোদ্ধা ডাইনকো এলাকায় অবস্থিত বুরকিনান জান্তা বাহিনীর একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে উক্ত হামলাটি চালিয়েছেন। এসময় জান্তা বাহিনী ও মুজাহিদদের মধ্যে তীব্র লড়াইয়ের ঘটনা ঘটে। এক পর্যায়ে জান্তা বাহিনী সামরিক ঘাঁটি ছেড়ে পিছু হটতে বাধ্য হয়।
জান্তা বাহিনীর এই পলায়নের পর মুজাহিদিনরা সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ গ্রহণ করেন। তবে এই পলায়নের আগ পর্যন্ত মুজাহিদদের হামলায় জান্তা বাহিনীর অন্তত ১৫ সেনা সদস্য নিহত এবং আরও অসংখ্য সৈন্য আহত হয়। সেই সাথে মুজাহিদিনরা সামরিক ঘাঁটি থেকে প্রচুর সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ গনিমত হিসাবে অর্জন করেন।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/3t9pkstw