ইমারতে ইসলামিয়ায় ৬০০ মাদকসেবীকে চিকিৎসার পাশাপাশি কর্মমুখী শিক্ষা প্রদান

0
2

ইমারতে ইসলামিয়ার কান্দাহার প্রদেশে অন্তত ৬০০ মাদকসেবীকে চিকিৎসা দেওয়ার পাশাপাশি কর্মমুখী শিক্ষা প্রদান করা হয়েছে, যেন তারা স্বাভাবিক জীবনে ফিরে জীবিকা নির্বাহ করতে পারেন। এমনকি তাদের পড়ালেখার সুযোগও দেওয়া হয়েছে।

গত ১৩ মার্চ আফগান সংবাদমাধ্যম টোলো নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কান্দাহারের সামাজিক ও শ্রমবিষয়ক বিভাগের পরিচালক উবায়দুল্লাহ ওয়াকাদ হাফিযাহুল্লাহ জানান, এই ৬০০ ব্যক্তিকে ছয় ধরনের কাজ শেখানো হয়েছে। তারা এখন নিজ বাড়িতে ফিরে যাবে এবং কাজের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশও পাবে।

এক কর্মকর্তা জানিয়েছেন, প্রশিক্ষণ পাওয়া ব্যক্তিদের প্রত্যেককে ২০০ ডলার সমমূল্যের যন্ত্রপাতি সরবরাহ করা হবে, যাতে তারা তা ব্যবহার করে নিজেদের ব্যবসা শুরু করতে পারেন।

কান্দাহার মাদক নিরাময় কেন্দ্রের প্রধান আব্দুল শাকুর শাকিব হাফিযাহুল্লাহ জানান, শারীরিক চিকিৎসার পাশাপাশি আমরা তাদের মানসিক স্বাস্থ্যের প্রতিও গুরুত্ব দিচ্ছি। পুনর্বাসন প্রশিক্ষণও দেওয়া হচ্ছে, যাতে তারা সমাজের সঙ্গে মিশতে পারে এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারে।

চিকিৎসা পাওয়া ফরহাদ নামে এক ব্যক্তি বলেন, এখানে আমাদের চিকিৎসার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ফলে আমরা আবারও সুস্থ হতে পেরেছি। পাশাপাশি কর্মমুখী শিক্ষাও পেয়েছি। আমি সেলাইয়ের কাজ শিখেছি এবং এখান থেকে যাওয়ার পর নিজের ব্যবসা শুরু করার পরিকল্পনা করছি।

গুলাব নামের আরেক ব্যক্তি বলেন, আমি এখান থেকে বেরিয়ে তরুণদের মাদক ছাড়ার জন্য আহ্বান জানাব। এটি খুব ক্ষতিকর। আমি নিজেই একটি দর্জির দোকান দেওয়ার পরিকল্পনা করেছি।


তথ্যসূত্র:
1. 600 People Recover from Addiction and Gain Vocational Skills in Kandahar
– https://tinyurl.com/5n73mepy

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবুরকিনান জান্তাকে হটিয়ে সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিল আল-কায়েদা: নিহত ১৫ শত্রু সেনা
পরবর্তী নিবন্ধইমারতে ইসলামিয়ার উন্নয়ন পরিকল্পনা: কুন্দুজ প্রদেশে বাণিজ্যিক বাজার প্রকল্প উদ্বোধন