
নাটোরের লালপুরে আগ্নেয়াস্ত্র ও আট রাউন্ড তাজা গুলিসহ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান আরিফকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
বৃহস্পতিবার (১৩ মার্চ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে গ্রেফতার করা হয়।
আরিফ রামকৃষ্ণপুর চিনি বটতলা এলাকার সেকেন্দার আলীর ছেলে ও নাটোর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি।
পুলিশ ও এলাকাবাসী গণমাধ্যমকে জানিয়েছে, বুধবার (১২ মার্চ) গভীর রাতে পারিবারিক কলহ মীমাংসার উদ্দেশ্যে উপজেলার মোহরকয়া গ্রামের আলম আলীর বাড়িতে আগ্নেয়াস্ত্রসহ প্রবেশ করে মেহেদী হাসান আরিফ। একপর্যায়ে সেখানে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এসময় মাথায় আঘাত পেয়ে পালিয়ে যায় সে। তবে তার সঙ্গে থাকা অস্ত্র ও গুলি ঘটনাস্থলেই পড়ে থাকে।
পরবর্তীতে সংবাদ পেয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্র ও আট রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
তথ্যসূত্র:
১. পিস্তল ও গুলিসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার
– https://tinyurl.com/bdh8u95e