হোলির রঙ মাখতে না দেওয়ায় ভারতে যুবককে হত্যা

0
0

গায়ে হোলির রঙ মাখতে না দেওয়ায় ভারতের রাজস্থানের দওসা বিভাগে ২৫ বছর বয়সী এক যুবককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ১৫ মার্চ, শনিবার ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, দওসা বিভাগের রালওয়াস গ্রামে ১২ মার্চ, বুধবার সন্ধ্যায় অশোক, বাবলু ও কালুরাম নামে তিন ব্যক্তি স্থানীয় একটি লাইব্রেরিতে গিয়ে হংসরাজ নামে এক যুবকের গায়ে হোলির রঙ মাখতে যায়। হংসরাজ সেখানে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল।

স্বাভাবিক ভাবেই তাদের বাধা দিয়েছিল হংসরাজ। সে জানিয়েছিল, পড়াশোনা করতে সে লাইব্রেরিতে যাচ্ছে। এখন রঙ দেওয়া যাবে না। এই কথা বলতেই অশোক, বাবলু এবং কালুরাম তাকে মারধর করতে শুরু করে। এ সময় তিনজন তাকে লাথি মারে এবং বেল্ট দিয়ে পেটায়। এরপর তাদের একজন তাকে শ্বাসরোধ করে হত্যা করে বলে জানিয়েছে পুলিশের অতিরিক্ত সুপারিনটেনডেন্ট দিনেশ আগারওয়াল।

এই নির্মম হত্যাকাণ্ডের পর হংসরাজের ক্ষুব্ধ পরিবার ও গ্রামবাসী লাশ নিয়ে সেখানকার মহাসড়ক আটকে দেয়। যা রাত ১টা পর্যন্ত অব্যাহত ছিল। তারা হত্যাকারীদের গ্রেপ্তার, হংসরাজের পরিবারকে ৫০ লাখ রুপি জরিমানা ও তার পরিবারের এক সদস্যকে সরকারি চাকরি দেওয়ার দাবি জানায়।

পুলিশি আশ্বাসের পর অবশেষে মৃতদেহটি জাতীয় মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়। তবে অভিযুক্ত তিন জনের কাউকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।


তথ্যসূত্র:
1. 25-year-old killed in Rajasthan’s Dausa for refusing Holi colours
– https://tinyurl.com/eyvadkz2
2.25-Year-Old Stops 3 Men From Applying Holi Colours, Choked To Death In Rajasthan
– https://tinyurl.com/yck2vvph

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধঅস্ত্র ও মাদকসহ আটক বিএনপি নেতা
পরবর্তী নিবন্ধমিরওয়াইজ ওমরের জুমার নামাজের ইমামতি নিষিদ্ধ করলো ভারতীয় বাহিনী