
ভারত অধিকৃত কাশ্মীরের ঐতিহাসিক জামিয়া মসজিদের ইমাম ও সর্বদলীয় হুরিয়ত নেতা মিরওয়াইজ ওমর ফারুককে জুমার খুতবা প্রদান ও জামাতে নামাজ আদায় করা নিষিদ্ধ করেছে ভারতীয় কর্তৃপক্ষ।
গত ১৪ মার্চ ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে এ তথ্য জানায়। যদিও দখলদার বাহিনী এ নিষেধাজ্ঞার কোনো সুনির্দিষ্ট কারণ জানায়নি।
প্রতি শুক্রবার জামিয়া মসজিদে হাজার হাজার মুসল্লি জুমার নামাজের জন্য সমবেত হন, যেখানে মিরওয়াইজ তাদের ধর্মীয় পরামর্শ দেন। ধারণা করা হচ্ছে, পবিত্র রমজান মাসে মিরওয়াইজের জুমার খুতবা প্রদান ও মুসল্লিদের তার বক্তব্য থেকে উপকৃত হওয়া ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
জামিয়া মসজিদের আঞ্জুমান আউকাফ এক বিবৃতিতে এই ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, রমজান মাসে এমন নিষেধাজ্ঞা দুঃখজনক ও অগ্রহণযোগ্য। এটি ধর্মীয় স্বাধীনতার মৌলিক অধিকার লঙ্ঘনের শামিল।
তথ্যসূত্র:
1. Mirwaiz ‘disallowed’ to lead Friday prayers days after MHA ban on his political party
– https://tinyurl.com/4bjzsjze