
ভারতের উত্তরপ্রদেশে হোলি উৎসবের সময় এক মুসলিম যুবককে নৃশংসভাবে পিটিয়ে গুরুতর আহত করেছে উগ্র হিন্দুত্ববাদীরা। শামিম নামে ওই যুবককে পিটিয়ে গুরুতর আহত ও ইট দিয়ে মাথায় থেঁতলে দিয়েছে উগ্র হিন্দুত্ববাদীরা।
গত ১৫ মার্চ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ক্লারিওন ইন্ডিয়া। প্রতিবেদনে বলা হয়, গত ১৪ মার্চ উত্তরপ্রদেশের বাগপথ শহরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
ভুক্তভোগীর পরিবারের বরাতে জানা যায়, ওই দিন নিরজপুর সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন শামিম। এ সময় মদ্যপ অবস্থায় মোটরসাইকেলে থাকা একদল উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী তাকে থামিয়ে ধর্মীয় পরিচয় জানতে চায়। শামিম মুসলিম বলে নিশ্চিত হওয়ার পর তারা লাঠি দিয়ে বেধড়ক মারধর করে এবং ইট দিয়ে তার মাথা থেঁতলে দেয়। হামলার পরপরই তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার একটি ভিডিও ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, মোট ছয়জন হামলাকারী ছিল, যাদের মধ্যে প্রভাস নামে একজনকে চিহ্নিত করা হয়েছে। শামিমের পরিবার এ ঘটনার বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছে।
এদিকে, হোলি উৎসবকে কেন্দ্র করে এমন সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। তারা বলছেন, ভারতে ক্রমাগত এমন ঘটনা বাড়ছে, যা সংখ্যালঘুদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করছে।
তথ্যসূত্র:
1. Group of Holi Revellers Assault Muslim Youth in UP’s Baghpat
– https://tinyurl.com/3a364ydc