ইয়েমেনে বর্বর মার্কিন হামলায় নারী-শিশুসহ ৫৩ জন নিহত

0
43

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেনে যুক্তরাষ্ট্রের চালানো বর্বর হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ জনে। নিহতদের মধ্যে পাঁচ শিশু এবং দুই নারীও রয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

১৭ মার্চ, সোমবার বার্তাসংস্থা আল জাজিরা এবং বিবিসির পৃথক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ১৫ মার্চ, শনিবার ইয়েমেনে যুক্তরাষ্ট্র “ব্যাপক এবং শক্তিশালী” বিমান হামলা চালায়। বর্বর এই হামলায় অনেক বেসামরিক মানুষ প্রাণ হারান।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি রোববার এক্স-এ দেওয়া এক পোস্টে জানিয়েছেন, মার্কিন হামলায় এই পর্যন্ত ৫৩ জন নিহত হয়েছে এবং ৯৮ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে পাঁচ শিশু এবং দুই নারীও রয়েছেন।

এর আগে ১৫ মার্চ, শনিবার ইয়েমেনে বর্বর মার্কিন বিমান হামলায় নারী ও শিশুসহ ২৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছিল ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়।


তথ্যসূত্র:
1. Houthis claim retaliation as US says its strikes to continue in Yemen
– https://tinyurl.com/2kd65xpa
2.Fifty-three killed in US strikes on Yemen, Houthis say
– https://tinyurl.com/4j6m7yte

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধতালিবান সেনাবাহিনীর আল-ফাতহ কর্পসে প্রশিক্ষণ সম্পন্ন করল ৯৫০ জন সেনাসদস্য
পরবর্তী নিবন্ধভারতে প্রকাশ্যে নামাজ পড়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গ্রেফতার