
সিরিয়ায় ক্যান্সার ও টিউমার চিকিৎসায় ব্যবহৃত ঔষধের তীব্র সংকট দেখা দিয়েছে। সিরিয়ান স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিকল্পনা ও আন্তর্জাতিক সমন্বয় বিষয়ক প্রধান জুহাইর কারুত এই তথ্য জানিয়েছেন। তিনি আন্তর্জাতিক সাহায্যের জন্য আবেদনও করেছেন।
বুধবার (২৬ মার্চ) এই বিষয়ক একটি সংবাদ প্রকাশ করেছে তুর্কি ভিত্তিক গণমাধ্যম আনাদুলু এজেন্সি।
রাজধানী দামেস্কে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন তিনি। ক্যান্সার ঔষধ সংকটের প্রভাবে সিরিয়া জুড়ে কয়েক হাজার ক্যান্সার আক্রান্ত রোগী ও তাদের পরিবার ভয়াবহ সংকটে পড়েছে।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ঔষধের এই সংকট সিরিয়ায় ভয়াবহ মানবিক বিপর্যয়ের সৃষ্টি করেছে। যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সমাজের ঝুঁকিপূর্ণ ও ভঙ্গুর শ্রেণির লোকজন।
এছাড়াও তিনি ঔষধ আমদানিতে বাধাদানকারী সিরিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্যও জোর দেন।
তথ্যসূত্র:
1. Syria faces severe shortage of cancer medications, official urges international aid
– https://tinyurl.com/ycy8cne2