জামায়াতের ইফতার মাহফিলে বিএনপির হামলা; গুরুতর আহত ০৪ জন

0
113

দিনাজপুরের বীরগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে হামলা চালিয়েছে বিএনপির নেতাকর্মীরা। এতে জামায়াতের চারজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) উপজেলার শিবরামপুর ইউনিয়নের দেওলি বাজারের পাশে আব্দুল্লাহ মাস্টারের চাতালে এ ঘটনা ঘটে।

গণমাধ্যমের বরাতে জানা যায়, প্রথমে ইফতার মাহফিলের স্থান ছিল বাজার মসজিদের সঙ্গেই, যেখানে বিএনপি এবং সুশীল সমাজের ইফতার মাহফিল হয়। কিন্তু ওয়ার্ড বিএনপির সভাপতি মাহাবুল ও তার ভাই আসাবুদ্দিন বাধা দেয়। পাশাপাশি হুমকি দেন সেখানে জামায়াতকে ইফতার মাহফিল করতে দেওয়া হবে না। ফলে সংঘাত এড়াতে আব্দুল্লাহ মাস্টারের চাতালে ইফতার মাহফিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। ইফতারের কার্যক্রম শুরু করতেই ওয়ার্ড বিএনপির সভাপতি মাহাবুল ও তার ভাই আসাবুদ্দিনের নেতৃত্বে জামায়াতকর্মীদের ওপর হামলা চালানো হয়। এতে আনিসুর রহমান আনিস ও দেলোয়ারসহ কয়েকজন গুরুতর আহত হন। তাদের বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।


তথ্যসূত্র:
১. বীরগঞ্জে জামায়াতের ইফতার মাহফিলে বিএনপির হামলা, গুরুতর আহত ৪
-https://tinyurl.com/5rjjkp4v

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকাশ্মীরে স্বাধীনতাকামীদের হামলায় নিহত ০৪ ভারতীয় পুলিশ; গুরুতর আহত আরও ০৫
পরবর্তী নিবন্ধমধ্য শাবেলীর একাধিক এলাকায় আশ-শাবাবের অগ্রগতি অব্যাহত রয়েছে