মামলা তুলে না নেওয়ায় ব্যবসায়ীকে রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

0
57

বগুড়ার শাজাহানপুরে মামলা তুলে না নেয়ায় আল আমিন (৩৫) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (০২ আগস্ট) রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আল আমিন শাজাহানপুর উপজেলার ভাদাইকান্দি গ্রামের বাসিন্দা। সে বগুড়া শহরের নিউ মার্কেটে প্রসাধনীর ব্যবসা করত।

পারিবারিক সূত্রে গণমাধ্যমকে জানিয়েছে, আল আমিনের চাষের জমি দখলের চেষ্টা করছিল প্রতিবেশী নুরুল ইসলাম, আবু হোসেন এবং ফজলুল হক। এ নিয়ে আল আমিন তাদের বিরুদ্ধে মামলা করে। এতে ক্ষিপ্ত হয়ে গত ২৮ জুলাই অভিযুক্তরা আল আমিনের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় ওই দিন বাড়ি থেকে বের হওয়ার সময় তাকে ও তার বাবা আফসার আলীকে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। এ সময় হামলাকারীরা তাদের কাছ থেকে সোয়া এক লাখ টাকাও ছিনিয়ে নেয়। আহত অবস্থায় চার দিন হাসপাতালে থাকার পর আল আমিন মারা যায়।


তথ্যসূত্র:
১. মামলা তুলে না নেয়ায় ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা
– https://tinyurl.com/mt7te755

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআড়িয়াল খাঁ নদের ভাঙন অব্যাহত; ঝুঁকিতে কোটি টাকায় নির্মিত সেতু
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে ভারী বর্ষণে পাহাড়ে ধস; সারা দেশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন বাঘাইছড়ি