কর্মদিবসে রাজধানীতে দুই দলের সমাবেশ; তীব্র যানজটে ভোগান্তিতে পরীক্ষার্থীরা ও সাধারণ মানুষ

0
24

রাজধানীতে কর্মদিবসের সকালে দুটি রাজনৈতিক দলের পৃথক সমাবেশের কারণে দেখা দিয়েছে তীব্র যানজট। রোববার (৩ আগস্ট) সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকায় যানবাহনের ধীরগতি ও দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে পড়েছে অফিসগামী মানুষ ও পরীক্ষার্থীরা।

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের উদ্যোগে শাহবাগ মোড়ে ‘ছাত্র সমাবেশ’ এবং এনসিপির আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি সাইমুম শিল্পীগোষ্ঠীর ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করায় এসব এলাকায় যানচলাচলে সৃষ্টি হয়েছে সংকট।

সকাল ৮টা থেকে ৯টার মধ্যে রাজধানীর শ্যামলী, কল্যাণপুর, ফার্মগেট, বাংলামোটরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানজট লক্ষ্য করা গেছে। একদিকে সপ্তাহের প্রথম কর্মদিবস, অন্যদিকে এইচএসসি ও বিসিএস পরীক্ষার দিন হওয়ায় সড়কে মানুষের চাপ আরো বেড়েছে।


তথ্যসূত্র:
১. কর্মদিবসে সমাবেশ; রাজধানীজুড়ে তীব্র যানজট
– https://tinyurl.com/48j8btyj

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকুষ্টিয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ; গ্রেফতার ০৫
পরবর্তী নিবন্ধআড়িয়াল খাঁ নদের ভাঙন অব্যাহত; ঝুঁকিতে কোটি টাকায় নির্মিত সেতু