রাঙামাটিতে ভারী বর্ষণে পাহাড়ে ধস; সারা দেশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন বাঘাইছড়ি

0
30

রাঙ্গামাটির বাঘাইছড়িতে টানা ভারী বর্ষণের কারণে পাহাড় ধসে সড়কে মাটি জমে যাওয়ায় খাগড়াছড়িসহ সারা দেশের সাথে যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

রোববার (৩ আগস্ট) সকাল থেকে বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের একটি এলাকায় পাহাড় ধসে পড়ে এই পরিস্থিতির সৃষ্টি হয়। এতে ছোটবড় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয়রা গণমাধ্যমকে জানায়, রাতভর ভারী বর্ষণের কারণে সড়কে মাটি জমে যায়। ফলে ভোর থেকে যান চলাচল বন্ধ রয়েছে।

উল্লেখ্য, শনিবার রাত থেকে খাগড়াছড়িতে থেমে থেমে চলছে বৃষ্টিপাত। ইতোমধ্যে চেঙ্গি, মাইনি নদীসহ ছড়া-খালগুলো পানিতে ভরে গেছে। ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে খাগড়াছড়ি জেলার নিচু এলাকাগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও বৃষ্টিপাতের ফলে পাহাড় ধসের ঝুঁকি থাকায় প্রশাসনের পক্ষ থেকে ঝুকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের সতর্ক থাকতে বলা হয়েছে।


তথ্যসূত্র:
১. পাহাড় ধস, বাঘাইছড়ির সাথে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ
– https://tinyurl.com/2bdh6jhj

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমামলা তুলে না নেওয়ায় ব্যবসায়ীকে রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা
পরবর্তী নিবন্ধটানা ভারী বর্ষণে বিপদসীমার কাছাকাছি কাপ্তাই লেকের পানি