
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ৮২৪ নম্বর কক্ষ গাঁজা সেবন অবস্থায় ৬ শিক্ষার্থীকে আটক করেছে হল প্রশাসন। সোমবার (৪ আগস্ট) রাত সাড়ে ১১ টার দিকে তাদের আটক করে হলের দায়িত্বরত সিনিয়র ওয়ার্ডেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক মোহাম্মদ আব্দুর রাজ্জাক।
আটককৃত শিক্ষার্থীরা হল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী হাসান শোয়েব আনজুম, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী আরমান হোসেন, ভূগোল ও পরিবেশ বিভাগের ৫০ ব্যাচের নাঈব, একই বিভাগের ৫১ ব্যাচের মো. মেহেদী হাসান ও ৫২ ব্যাচের শিক্ষার্থী মো. জেরিন।
বিশ্ববিদ্যালয়ের হল প্রশাসনের সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, রাত ১১ টার দিকে খবর পেয়ে ঐ কক্ষে অভিযান পরিচালনা করে হল প্রশাসন। এসময় ৬ জন শিক্ষার্থীকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। এসময় তাদের ব্যাগ থেকে গাঁজা ও গাঁজা তৈরির উপকরণও উদ্ধার করা হয়।
তথ্যসূত্র:
১. জাবির হলে গাঁজা সেবনকালে ৬ শিক্ষার্থী আটক
– https://tinyurl.com/yc6exyk8


