
বর্তমানে ৭টি দেশের সাথে ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের প্রত্যক্ষ ও পরোক্ষ রেল যোগাযোগ বিদ্যমান রয়েছে। ইমারতে ইসলামিয়ার অর্থনীতি বিষয়ক উপপ্রধানমন্ত্রীর কার্যালয় এই তথ্য জানিয়েছে।
এরমধ্যে ৩টি দেশের সাথে সরাসরি রেল যোগাযোগ করে থাকে আফগানিস্তান। হাইরাতান রেলপথের মাধ্যমে উজবেকিস্তান, আকিনা ও তুরগন্দি রেলপথের মাধ্যমে তুর্কমেনিস্তান এবং খাফ-হেরাত রেলপথের মাধ্যমে ইরানের সাথে সরাসরি রেল সংযোগ আছে আফগানিস্তানের।
এছাড়া চীন, তুরস্ক, রাশিয়া ও কাজাখস্তানের সাথে আফগানিস্তানের পরোক্ষ রেল যোগাযোগ রয়েছে।
রেলওয়ে অবকাঠামো সম্প্রসারণ ও পুনর্গঠনে আন্তরিক প্রচেষ্টা জারি রেখেছে ইমারতে ইসলামিয়া সরকার। প্রতিবেশি ও অন্যান্য দেশগুলোর সাথে রেল সংযোগ স্থাপনে একাধিক প্রকল্প বাস্তবায়ন করেছে উক্ত প্রশাসন, পাশাপাশি এই সংক্রান্ত বেশ কয়েকটি প্রকল্প বর্তমানে চলমান আছে।
তথ্যসূত্র:
1. Afghanistan Expands Railway Connections with Seven Countries
– https://tinyurl.com/ywca9ztf


