
পাঞ্জশির প্রদেশের উন্নত মানের পান্না রত্নপাথর বিশ্ববাজারে আফগানিস্তানের অংশগ্রহণ আরও জোরদার করছে। এই প্রাকৃতিক সম্পদ দেশি-বিদেশি ব্যবসায়ীদের বিনিয়োগে আকৃষ্ট করতে ভূমিকা পালন করছে। সম্প্রতি পান্না পাথরের ৯ম নিলাম অনুষ্ঠানের সময় এই কথাগুলো তুলে ধরেছেন প্রদেশটির গভর্নর হাফিজ মুহাম্মদ আগা হাকিম হাফিযাহুল্লাহ।
গভর্নর দপ্তরের একজন মুখপাত্র জানান, উক্ত অনুষ্ঠানে সর্বমোট ২ হাজার ৫৩৯ ক্যারেট পান্না বিক্রয়ের জন্য নিলাম আহ্বান করা হয়েছে। নিলাম প্রক্রিয়ায় ৩ লক্ষ ৪৭ হাজার ৮৫০ মার্কিন ডলার বিক্রয়মূল্য নির্ধারিত হয়েছে।
উল্লেখ্য যে, পাঞ্জশিরের পান্না আফগানিস্তানের নিখুঁত রত্ন হিসাবে খ্যাত। এগুলোর প্রাণবন্ত গাঢ় সবুজ রঙের জন্য দেশি-বিদেশি বাজারে ব্যাপক চাহিদা ও মূল্য লাভ করছে।
তথ্যসূত্র:
1. Emerald is key to attracting investment
– https://tinyurl.com/58223ach


