
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বুধবার (৮ অক্টোবর) ঘোষণা করেছে যে, মিশরে অনুষ্ঠিত পরোক্ষ আলোচনার মাধ্যমে তারা ইসরায়েলের সঙ্গে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে।
আল জাজিরা আরবি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, হামাস এক বিবৃতিতে জানিয়েছে যে, তারা এমন একটি চুক্তিতে পৌঁছেছে যা গাজায় চলমান যুদ্ধের অবসান ঘটাবে, দখলদার ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার নিশ্চিত করবে, মানবিক সহায়তার প্রবেশাধিকার উন্মুক্ত করবে এবং বন্দি বিনিময়ের পথ সুগম করবে।
এর আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানায়, উভয় পক্ষ তার প্রস্তাবিত “শান্তি পরিকল্পনা”র প্রথম ধাপে স্বাক্ষর করেছে।
হামাসের বিবৃতিতে বলা হয়, সংগঠনটি প্রেসিডেন্ট ট্রাম্প, জামিনদার দেশগুলো এবং আরব ও ইসলামী পক্ষগুলোকে আহ্বান জানিয়েছে, যেন তারা ইসরায়েলকে চুক্তি সম্পূর্ণভাবে বাস্তবায়নে বাধ্য করে।
এছাড়া টেলিগ্রামে দেওয়া এক পৃথক বিবৃতিতে হামাস জানিয়েছে, বন্দি বিনিময় প্রক্রিয়ার অংশ হিসেবে মুক্তির জন্য মনোনীত ফিলিস্তিনি বন্দিদের একটি তালিকা ইতোমধ্যে ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে, যা বর্তমানে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
তথ্যসূত্র:
1. نعلن التوصل لاتفاق يقضي بإنهاء الحرب على
– https://tinyurl.com/5n6p2r5f


