ইমারতে ইসলামিয়ার মাদকবিরোধী সফল অভিযানে ১০৬ কিলোগ্রাম আফিম জব্দ, গ্রেফতার ৪

0
90

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের বাদাখশন প্রদেশের নিরাপত্তা বাহিনী একটি বড় ধরনের মাদক পাচারের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। পুলিশের মাদকবিরোধী ইউনিটের সদস্যরা আর্গো জেলার রিজকান পাস এলাকায় এক অভিযান চালিয়ে ১০৬ কিলোগ্রাম টেরিয়াক (আফিম) জব্দ করেন। মাদকগুলি একটি টয়োটা হাইলাক্স জীপে লুকিয়ে রাখা ছিল। এই অভিযানে মাদক পাচারের সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনা দেশটিতে সক্রিয় মাদক পাচারকারী নেটওয়ার্কের বিরুদ্ধে চলমান অভিযানের একটি সফল অংশ বলে মনে করা হচ্ছে।

বাদাখশন প্রদেশের পুলিশ কমান্ডের প্রেস অফিস থেকে ৯ অক্টোবর, ২০২৫ একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে এই অভিযানের বিস্তারিত তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তি অনুসারে, গ্রেফতারকৃত চার ব্যক্তি মূলত কান্দাহার ও নিমরোজ প্রদেশের বাসিন্দা । তারা আর্গো জেলার “কোটেল রিজকান” নামক স্থান দিয়ে মাদকগুলি নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এসময় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করেন।

নিরাপত্তা বাহিনীর একজন মুখপাত্র জানান, এই ধরনের বেআইনি কর্মকাণ্ড রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। তিনি স্থানীয় বাসিন্দাদের থেকে সক্রিয় সহযোগিতা কামনা করেন। জব্দকৃত মাদক এবং গ্রেফতারকৃতদেরকে প্রাথমিক তদন্ত শেষে আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য সংশ্লিষ্ট বিচার বিভাগীয় প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করা হয়।

বাদাখশনে এই সফল অভিযান আফগানিস্তানের মধ্যে দিয়ে পরিচালিত আন্তঃপ্রাদেশিক মাদক পাচার চক্রের ওপর একটি বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে। এটি প্রমাণ করে যে, দেশের পূর্বাঞ্চলীয় প্রদেশগুলিতে মাদক পাচার রোধে নিরাপত্তা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। দেশের সামগ্রিক নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় এই ধরনের সক্রিয় পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।


তথ্যসূত্র:
1. بازداشت چهار تن در پیوند به قاچاق بیش از ۱۰۰ کیلوگرام تریاک در ولایت بدخشان
– https://tinyurl.com/mteczkme

2. مبارزه با مواد مخدر؛ ۴ تن با بیش از ۱۰۰ کیلوگرام
«تریاک» در بدخشان بازداشت شدند
– https://tinyurl.com/mr4c9zs4

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির ঘোষণা দিল হামাস
পরবর্তী নিবন্ধকাশ্মীরে ভারতের দমননীতি অব্যাহত, আরও এক কাশ্মীরির সম্পত্তি বাজেয়াপ্ত