আফগানিস্তানের হেরাত শিল্পাঞ্চল হতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে ব্যাটারি রপ্তানির সূচনা

0
13

আফগানিস্তানের হেরাত শিল্পাঞ্চলে তৈরি ব্যাটারির একটি চালান সম্প্রতি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে রপ্তানি করা হয়েছে। এই চালানে ১০ কন্টেইনার ব্যাটারি রয়েছে, যার রপ্তানি মূল্য ৪০ হাজার ডলার। ইমারাতে ইসলামিয়ার শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী, স্থানীয় কর্মকর্তা ও শিল্পপতিদের উপস্থিতিতে এই রপ্তানি কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

হেরাত গভর্নর দপ্তরের অফিসিয়াল এক্স পোস্ট গত ২৩ ডিসেম্বর এই তথ্য জানানো হয়েছে।

এই প্রসঙ্গে ইমারাতে ইসলামিয়ার শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী বলেন, গত ৪ বছরে আফগান শিল্প খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। ইমারাতে ইসলামিয়া সরকার প্রতিষ্ঠার পর থেকে দেশীয় উৎপাদনে বিনিয়োগের পরিবেশ তৈরি হয়েছে।

এছাড়া এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন হেরাত স্থানীয় প্রশাসন। স্থানীয় ও জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করতে দেশীয় পণ্য রপ্তানি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে তারা বর্ণনা করেছেন।

উল্লেখ্য যে, শিল্পপতিদের পূর্ণ সহায়তা, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রদান এবং দেশীয় উৎপাদন ও রপ্তানি ত্বরান্বিত করতে উপযুক্ত পরিবেশ তৈরি করা ইমারাতে ইসলামিয়া প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকারে রয়েছে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/2jakjdxn

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগান ভূখণ্ডে পাক সামরিক হামলা অন্যায্য: পাকিস্তানের বিশিষ্ট নেতা মাওলানা ফজলুর রহমান
পরবর্তী নিবন্ধতুষারাবৃত নুরিস্তানের প্রাকৃতিক শোভায় মুগ্ধ পর্যটকরা