
মুসলমানদের জনসংখ্যা নিয়ন্ত্রণ, অপরদিকে হিন্দুদের আরও বেশি সন্তান জন্মদানের আহ্বান জানিয়েছে ভারতের হিন্দুত্ববাদী টেলিভিশন চ্যানেল সুদর্শন নিউজের চেয়ারম্যান সুরেশ চাভাঙ্কে। ২৩ ডিসেম্বর ভারতের সংস্কৃতি মন্ত্রণালয় ও দিল্লির পর্যটন বিভাগের সহযোগিতায় সনাতন সংস্থা’র উদ্যোগে আয়োজিত এক সভায় সে এই মন্তব্য করেছে।
হিন্দুত্ববাদী ভারত সরকারকে আহ্বান জানিয়ে সে বলেছে, সরকারকে অবশ্যই মুসলিম জনসংখ্যা কমিয়ে আনতে হবে। অপরদিকে হিন্দুদের আরও সন্তান জন্ম দেওয়ার আহ্বান জানিয়ে সে বলেছে, যদি কোন ব্যক্তি এটি করতে না পারলে, তার উচিত বন্ধুবান্ধব ও আত্মীয়দের অধিক সন্তান গ্রহণে উৎসাহিত করা।
উক্ত সভা আয়োজনের সাথে সরকারী বিভিন্ন বিভাগের সম্পৃক্ততা ব্যাপক সমালোচিত হচ্ছে। রাষ্ট্রীয় সমর্থনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর বৈধতা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন সচেতন সমাজ।
উক্ত অনুষ্ঠানে ভারতে “হিন্দু রাষ্ট্র” প্রতিষ্ঠার পক্ষেও কথা বলেছে চাভাঙ্কে। এছাড়া সে ভারতের ২৫ শতাংশ মুসলমানকে নির্বাসিত করাসহ মুসলমানদের সম্পর্কে নানা অবমাননাকর মন্তব্য করেছে। সে মুসলমানদের ৪টি বিবাহ ও একাধিক সন্তান গ্রহণ নিষিদ্ধ করতে সরকারের নিকট দাবি তুলেছে। হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য শপথ নিতে সে অনুষ্ঠানে উপস্থিতদের উৎসাহিত করেছে। এমনকি হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার শপথ গ্রহণ করা যদি অপরাধও হয়ে থাকে, তবে তারা এই শপথ বারবার গ্রহণ করবে বলে প্রচণ্ড ঔদ্ধত্য প্রকাশ করেছে।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিল কেন্দ্রীয় কয়েকজন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, শ্রীপাদ নায়েক ও সঞ্জয় শেঠ এবং দিল্লির পর্যটন মন্ত্রী কপিল মিশ্র। ভারতের সংস্কৃতি মন্ত্রণালয় বা দিল্লি সরকার কেউই এখন পর্যন্ত এই সকল মুসলিম বিরোধী মন্তব্যের নিন্দা জানায় নি।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/47hhc4p3
2. ভিডিও: https://tinyurl.com/4cvr9bts


