ওসমান হাদি হত্যাকাণ্ড: ভারতকে দায়ী করে ৫ দেশে বিক্ষোভ করল শিখরা

0
27

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাইযোদ্ধা শরীফ ওসমান হাদিকে হত্যার জন্য ভারতকে দায়ী করে বিশ্বব্যাপী বিক্ষোভ করেছে শিখ সম্প্রদায়ের মানুষ।

২৪ ডিসেম্বর (বুধবার) শিখ ফর জাস্টিস (এসএফজে) নামের একটি সংগঠনের নামে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, যুক্তরাজ্যের লন্ডন, কানাডার টরেন্টো, ভ্যাঙ্কুভার, ইতালির মিলান এবং অস্ট্রেলিয়ার মেলবোর্নে তারা বিক্ষোভ করেন। খবর কালিবারের।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, তাদের নেতা হারদ্বীপ সিং নিজ্জার এবং ওসমান হাদিকে হত্যার পেছনে ভারতের হাত রয়েছে। তারা দাবি করেন, দুজনই ভারতের বিরোধিতা করতেন। এ কারণে তাদের হত্যা করা হয়েছে।

এ বিক্ষোভের লক্ষ্য ছিল শিখ নেতাদের ওপর ভারত সরকারের চালানো দমন-নিপীড়ন চালানোর বিষয়ে বিশ্ববাসীকে জানানো।

২০২৩ সালে কানাডার ব্রাম্পটোনে হারদ্বীপ সিং নিজ্জারকে গুলি করে আততায়ীরা। শিখ কমিউনিটির অভিযোগ, ভারত সরকার এই হত্যাকাণ্ডের পেছনে জড়িত ছিল। নিজ্জারকে হত্যার ঘটনায় ভারত ও কানাডার সরকারের মধ্যে সম্পর্কে অবনতি ঘটেছিল।

ভারতের পাঞ্জাব রাজ্য মূলত শিখ অধ্যুষিত। শিখরা সেখানে নিজেদের জন্য আলাদা স্বাধীন রাষ্ট্র গঠন করতে চায়।


তথ্যসূত্র:
https://tinyurl.com/mtczdkp2

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতে রাষ্ট্রীয় মদদে মুসলিম বিদ্বেষ ছড়ানোর সভা আয়োজন, মুসলিমদের জনসংখ্যা নিয়ন্ত্রণের আহ্বান
পরবর্তী নিবন্ধসারাদেশে ৬ হাজারের অধিক স্বাক্ষরতা কোর্স চালু করেছে ইমারাতে ইসলামিয়া