
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের উচ্চ শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, খোস্ত প্রদেশে একটি বেসরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি প্রদান করা হয়েছে। “আল-নূর” নামের এই বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা খাতে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।
উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, খোস্ত প্রদেশে স্থাপিতব্য আল-নূর মেডিকেল বিশ্ববিদ্যালয়টি প্রায় ২ একর জমির ওপর নির্মান করা হবে। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৫৬৫.৩ মিলিয়ন আফগানি। বিশ্ববিদ্যালয়টিতে পাঁচটি অনুষদের মাধ্যমে একাডেমিক কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি শিক্ষার্থীদের ব্যবহারিক প্রশিক্ষণের জন্য একটি প্রশিক্ষণ হাসপাতালও অন্তর্ভুক্ত থাকবে, যা চিকিৎসা শিক্ষার মানোন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।
এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শিক্ষা ও স্বাস্থ্য খাতের পাশাপাশি কর্মসংস্থানের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। প্রাথমিকভাবে এই বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট অবকাঠামোর মাধ্যমে প্রায় ৫১২ জন মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে জানানো হয়েছে।
খোস্ত প্রদেশে আল-নূর বেসরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের উচ্চশিক্ষা সম্প্রসারণের ধারাবাহিক প্রচেষ্টারই অংশ। এই উদ্যোগ চিকিৎসা শিক্ষার সুযোগ বৃদ্ধি, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করছেন।
তথ্যসূত্র:
1. private medical university named Al-Noor in Khost.
– https://tinyurl.com/2f2kzfjx


