
আফগানিস্তানের হেরাত প্রদেশ হতে প্রতি মাসে প্রায় ১ হাজার তসবিহ মালা রপ্তানি করছে একটি স্থানীয় হস্তশিল্প প্রতিষ্ঠান। এই পরিসংখ্যান আফগান হস্তশিল্পের প্রতি ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাহিদাকে প্রতিফলিত করে।
প্রতিষ্ঠানের কর্মীরা জানান, এই তসবিহ মালাগুলো সৌদি আরব, মিশর ও রাশিয়ায় রপ্তানি হয়ে থাকে। উন্নত মান, সূক্ষ্ম কারুকাজ, ঐতিহ্যবাহী নকশা এবং প্রিমিয়াম উপকরণ ব্যবহারের কারণে এগুলো আন্তর্জাতিক বাজারে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছে।
হেরাত তথ্য ও সংস্কৃতি বিভাগের কর্মকর্তাবৃন্দ জানান, হাতে তৈরি এই তসবিহ মালাগুলো ইমারাতে ইসলামিয়ার সংস্কৃতি ও শিল্প ঐতিহ্যকে বিশ্ববাজারে উপস্থাপন করছে। একইসাথে ঐতিহ্যবাহী কারুশিল্প সংরক্ষণ ও স্থানীয় কারিগরদের উৎসাহিত করতে এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/czhyewxu


