হেরাত প্রদেশ হতে প্রতি মাসে ১ হাজার তসবিহ মালা রপ্তানি, বিশ্ববাজারে ইমারাতে ইসলামিয়ার হস্তশিল্পের চাহিদা ক্রমবর্ধমান

0
45

আফগানিস্তানের হেরাত প্রদেশ হতে প্রতি মাসে প্রায় ১ হাজার তসবিহ মালা রপ্তানি করছে একটি স্থানীয় হস্তশিল্প প্রতিষ্ঠান। এই পরিসংখ্যান আফগান হস্তশিল্পের প্রতি ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাহিদাকে প্রতিফলিত করে।

প্রতিষ্ঠানের কর্মীরা জানান, এই তসবিহ মালাগুলো সৌদি আরব, মিশর ও রাশিয়ায় রপ্তানি হয়ে থাকে। উন্নত মান, সূক্ষ্ম কারুকাজ, ঐতিহ্যবাহী নকশা এবং প্রিমিয়াম উপকরণ ব্যবহারের কারণে এগুলো আন্তর্জাতিক বাজারে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছে।

হেরাত তথ্য ও সংস্কৃতি বিভাগের কর্মকর্তাবৃন্দ জানান, হাতে তৈরি এই তসবিহ মালাগুলো ইমারাতে ইসলামিয়ার সংস্কৃতি ও শিল্প ঐতিহ্যকে বিশ্ববাজারে উপস্থাপন করছে। একইসাথে ঐতিহ্যবাহী কারুশিল্প সংরক্ষণ ও স্থানীয় কারিগরদের উৎসাহিত করতে এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/czhyewxu

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগরু চোর সন্দেহে ঝাড়খণ্ডে একজনকে পিটিয়ে হত্যা, মুসলমান পরিচয়ের কারণেই হত্যা করা হয়েছে বলে দাবি স্বজনদের
পরবর্তী নিবন্ধকাবুল পলিটেকনিক বিশ্ববিদ্যালয় থেকে ১,০০৮ প্রকৌশলীর স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন