
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে স্বাস্থ্য খাতে আত্মনির্ভরতার লক্ষ্যে দেশীয় ঔষধ উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে। দেশের গুরুত্বপূর্ণ ফার্মাসিউটিক্যাল শিল্পের একটি প্রতিষ্ঠান স্নোফার্মা কারখানায় উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র মৌলভী জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ।
তিনি জানান, বর্তমানে স্নোফার্মা কারখানায় মোট ১৯৯ ধরনের ঔষধ উৎপাদন করা হচ্ছে। চলতি বছরের শেষ নাগাদ এই উৎপাদন দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। উৎপাদন সক্ষমতা বৃদ্ধির এই উদ্যোগ দেশের স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
মৌলভী জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ আরও বলেন, ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী এই কারখানা শীঘ্রই দেশের মোট ওষুধের চাহিদার প্রায় চল্লিশ শতাংশ পূরণ করতে সক্ষম হবে। এর ফলে আমদানিনির্ভরতা কমে আসবে এবং দেশীয় শিল্প আরও শক্তিশালী ভিত্তি লাভ করবে।
এর আগে কাবুলের ঔষধ ব্যবসায়ীরা জানিয়েছিলেন, পাকিস্তান থেকে ঔষধ আমদানি বন্ধ হওয়ার পরও দেশীয় উৎপাদন এবং ভারতীয় ওষুধের সরবরাহের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ চাহিদা কার্যকরভাবে পূরণ করা সম্ভব হয়েছে। সামগ্রিকভাবে এসব অগ্রগতি ইমারাতে ইসলামিয়ার অধীনে স্বাস্থ্য খাতে আত্মনির্ভরশীলতার পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।
তথ্যসূত্র:
1. Production Rises at Snowpharma Pharmaceutical Facility
– https://tinyurl.com/mvcdfhb6


