বগুড়ায় বিএনপির জনসভায় অর্ধশতাধিক মোবাইল ফোন চুরি

0
3

বগুড়ায় তারেক রহমানের নির্বাচনী একটি জনসভাকে কেন্দ্র করে ব্যাপক জনসমাগমের মধ্যে অর্ধশতাধিক মোবাইল ফোন হারানোর ঘটনা ঘটেছে। এর মধ্যে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রেজাউল করিম তালুর মোবাইল ফোনও খোয়া গেছে বলে জানা গেছে। ঘটনাগুলো নিয়ে শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ৯টা পর্যন্ত সদর থানায় অন্তত ৫০টি সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত হয়েছে।

গণমাধ্যমসূত্রে জানা যায়, জনসভায় বিপুল ভিড়ের মধ্যে থেকে মোবাইল ফোন হারানোর অভিযোগ করে ভুক্তভোগীরা। ভুক্তভোগীদের ভাষ্য, মানুষের চাপে ঠাসা পরিস্থিতিতে অস্বাভাবিক নড়াচড়া বা স্পর্শ টের পেলেও কিছু বোঝার আগেই ফোন উধাও হয়ে যায়। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার সময় পকেট বা ব্যাগে ফোন না পেয়ে বিষয়টি নিশ্চিত হয় অনেকে।

ক্ষতিগ্রস্তদের মধ্যে নারী, বয়স্ক ব্যক্তি এবং দূরবর্তী এলাকা থেকে আসা সাধারণ কর্মী-সমর্থকরাও রয়েছে। কারও মোবাইলে ব্যক্তিগত ও পারিবারিক গুরুত্বপূর্ণ ছবি ছিল, আবার কারও ফোনে ছিল জীবিকার সঙ্গে সংশ্লিষ্ট প্রয়োজনীয় তথ্য—ফলে তারা বিপাকে পড়েছে। বৃহস্পতিবার রাত থেকেই অনেকেই সদর থানায় গিয়ে অভিযোগ জানাতে শুরু করে।

শুক্রবার বগুড়া সদর থানার ডিউটি অফিসার এসআই জেবুন্নেছা বেগম জানায়, ‘রাত ৯টা পর্যন্ত ৫০টির বেশি জিডি (সাধারণ ডায়েরি) করা হয়েছে মোবাইল ফোন হারানোর বিষয়ে। আরও অনেকেই আসছেন ফোন হারানোর মৌখিক অভিযোগ নিয়ে।’


তথ্যসূত্র:
১। বিএনপির জনসভায় অর্ধশতাধিক মোবাইল ফোন চুরি
– https://tinyurl.com/mrxsujtz

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধতারেক রহমান প্রধানমন্ত্রী হলে আ.লীগকে রাজনীতি করার সুযোগ দিবে: বিএনপি প্রার্থী
পরবর্তী নিবন্ধ৭১ হাজার ফিলিস্তিনিকে হত্যার কথা স্বীকার করল দখলদার ইসরায়েল