সিরিয়ায় গত ৩মাসে কুফ্ফার বাহিনীর হামলায় হতাহতের শিকার ৩৫৩০ জন মুসলিম!

0
816
সিরিয়ায় গত ৩মাসে কুফ্ফার বাহিনীর হামলায় হতাহতের শিকার ৩৫৩০ জন মুসলিম!

 

কুফ্ফার রাশিয়া ও কুখ্যাত নুসাইরী শিয়া/মুরতাদ জোট বাহিনী গত ৩মাসে দক্ষিণ সিরিয়ায় মুসলিম বিদ্রোহীদের নিয়ন্ত্রীত এলাকায় গণহত্যা চালিয়ে ৩৫৩০ এরও অধিক সাধারণ নিরাপরাধ সিরিয়ান মুসলিমকে নির্বিচারে হত্যা করেছে। এছাড়াও গত সপ্তাহে তাদের গণহত্যার শিকার হয়ে ইদলিব সিটির আর-রিহান এলাকায় নিহত হয়েছেন প্রায় ১৫০০শত মুসলিম, আহত হয়েছেন আরো কয়েক হাজার। যার পরিসংখ্যান গত ৩মাসের প্রকাশিত রিপোর্টে যুক্ত করা হয়নি।

গত তিনমাসে সিরিয়ায় কুফ্ফার বাহিনীর হামলায় হতাহত হওয়া ৩৫৩০ জন মুসলিমের মধ্যে নিহত হয়েছেন ৭৪৭জন সাধারণ নিরাপরাধ মুসলিম, যাদের মাঝে নিহত শিশু সংখ্যা ১৯২ এবং মহিলা সংখ্যা ১৩১জন।
আর আহত হয়েছেন ২৭৮৩ এরও অধিক মুসলিম।

আমরা যদি সিরিয়ায় বিপ্লব শুরু হওয়ার প্রথম ৩ বছরের পরিসংখ্যান দেখি, তাহলে বুঝতে পারবো বর্তমানে এই গণহত্যা কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে। কারণ সিরিয়া বিপ্লবের প্রথম ৩বছরকে এতদিন বলা হত গণহত্যার বছর। আসুন আমরা সেই সময়ে নিহত হওয়া সিরিয়ানদের পরিসংখ্যানটি সংক্ষিপ্তভাবে দেখেনিই।
তুর্কি ভিত্তিক সংবাদ সংস্থা “আনাদুল” এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী সিরিয়া বিপ্লবের প্রথম তিন বছর অর্থাৎ ১১, ১২ ও ২০১৩ তে আসাদ বাহিনীর গণহত্যার শিকার হয়ে প্রাণ হারান ১১ হাজারেরও অধিক নিরাপরাধ সিরিয়ান মুসলিম। যাদের মধ্যে ৮৫০০জনই হচ্ছেন নারী ও শিশু।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআল-কায়দা যোদ্ধাদের হামলায় সোমালিয়ার প্রাক্তন তথ্যমন্ত্রী, এক মেয়র ও মোগাদিশুর গভর্নর নিহত!
পরবর্তী নিবন্ধনুসাইরীদের অবস্থানে মর্টার হামলা চালিয়েছেন তানযিম হুররাস আদ-দ্বীন!