গরু পুষলে অপরাধ কমে! জেলে গোশালা তৈরির পরামর্শ দিল সন্ত্রাসী সংগঠন RSS প্রধান

1
1108
গরু পুষলে অপরাধ কমে! জেলে গোশালা তৈরির পরামর্শ দিল সন্ত্রাসী সংগঠন RSS প্রধান

গরুর গায়ে হাত বোলালে রক্তচাপ কমে। গরুর দুধে সোনা থাকে। গরুর মূত্র ক্যানসার প্রতিষেধক- এমনই অদ্ভুত তত্ত্ব সন্ত্রাসী সংগঠন বিজেপি বা আরএসএস-র পক্ষে থেকে শোনা গিয়েছিল। এবার নয়া দাবি, গরুর পুষলে নাকি অপরাধপ্রবণতাও কমে! হ্যাঁ, এমনটাই দাবি করল সন্ত্রাসী সংগঠন আরএসএস প্রধান মোহন ভগবত্। সংশোধনাগারে তাই গরু পোষার পরামর্শ দিল সন্ত্রাসী সংগঠন RSS প্রধান।

গত শনিবার পুনের একটি অনুষ্ঠানে মোহন ভগবত বলেন, এর আগে জেলের ভিতর গোশালা তৈরি করা হয়। বন্দিরাই তার দেখাশোনা করত। সংশোধনাগার কর্তৃপক্ষ নাকি জানিয়েছে, বন্দিদের মধ্যে অপরাধ প্রবণতা কমেছে। আরও বেশি জেলে গোশালা তৈরি করে গবেষণা করা যেতে পারে। এটা সম্পূর্ণ মনোবিজ্ঞানের বিষয় বলে জানায় RSS প্রধান

এর আগে পশ্চিমবঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দাবি করেছিল, গরুর দুধে সোনা থাকে। যা নিয়ে রাজ্য-রাজনীতিতে তুমুল বিতর্ক তৈরি হয়। লোকসভা নির্বাচনের সময় ভোপালের বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর বলেছে, গরুর শরীরে হাত বোলালে রক্তচাপ কমে। এমনকি গোমূত্রতে তাঁর ক্যানসারও সারে বলে দাবি প্রজ্ঞার।

তবে সচেতন নাগরিকদের বক্তব্য হল, এগুলো সবই সন্ত্রাসী সংগঠন আরএসএস আর বিজেপির রাজনৈতিক কূটকৌশল।এগুলো বলে অন্ধ বিশ্বাসী গোভক্তদের থেকে রাজনৈতিক ফায়দা উঠানোই আসল উদ্দেশ্য।

 

 

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসন্ত্রাসী দল বিজেপির নাগরিকত্ব বিলের প্রতিবাদে অনির্দিষ্টকালের ত্রিপুরা বনধ
পরবর্তী নিবন্ধইসলামের তারকাগণ | ৮ম পর্বঃ হযরত ইকরামা ইবনে আবু জাহল রাদিয়াল্লাহু আনহু (৩)