হিন্দুত্ববাদী আগ্রাসনে কাশ্মীরের বিখ্যাত জামে মসজিদ ৪ মাস ধরে বন্ধ জুমার নামাজ

0
916
হিন্দুত্ববাদী আগ্রাসনে কাশ্মীরের বিখ্যাত জামে মসজিদ ৪ মাস ধরে বন্ধ জুমার নামাজ

চার মাসেরও অধিক সময় ধরে বন্ধ কাশ্মীরের শ্রীনগরের বিখ্যাত জামে মসজিদ। মুসল্লিদের ভীড়ে যেখানে গমগম করত মসজিদ প্রাঙ্গণ, সেখানে যেন আজ পাখিদের উড়ে যাওয়াও নিষেধ। মসজিদের চারপাশে বন্দুক হাতে পাহারায় সন্ত্রাসী পুলিশ।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, আল জাজিরার এক সাংবাদিক শূন্য মসজিদের ছবি তুলতে গেলে তেড়ে আসে এক পুলিশ। পুলিশ বলতে থাকে, ‘আপনি সাংবাদিক? তাহলে ছবি তুলবেন না, দ্রুত চলে যান। সেনারা দেখলে আপনাকে আস্ত রাখবে না।’

ভারতে সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতের অজুহাতে কথিত সংসদে যখন পাস হচ্ছে নাগরিকত্ব বিল, তখন কাশ্মীরে দীর্ঘ পাঁচ মাস ধরে নিজেদের তৈরীকরা কথিত সাংবিধানিক অধিকার খর্ব করছে সন্ত্রাসী নরেন্দ্র মোদি সরকার। জামে মসজিদের প্রতিবেশী খালিদ বশির গুরা বলেন, ‘সরকার মসজিদকে নিজেদের জন্য হুমকি মনে করে। আমাদের ধর্ম পালন করা সাংবিধানিক অধিকার। কিন্তু সন্ত্রাসী সরকার তা লঙ্ঘন করছে।’

১৯৬৩ সাল থেকে শ্রীনগরের এই জামে মসজিদে ইমামতি করেন ৮০ বছর বয়সী ইমাম সৈয়দ আহমদ। এই চার মাস ধরে তিনি জামে মসজিদ থেকে পাঁচ কিলোমিটার দূরে আরেক মসজিদে ইমামতি করছেন। প্রবীণ এই ইমাম আল জাজিরাকে বলেন, ‘জামে মসজিদে নামাজ পড়ার সুখই আলাদা। এই সুখ অন্য কোথাও অনুভব করা শক্ত। আমি সেখানে উপস্থিতি দারুণভাবে মিস করি।’

জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্য সৈয়দ রহমান শামস বলেন, ‘এই প্রথমবার মসজিদটি বন্ধ হয়নি। বরং ২০১৬ সালেও একবার বন্ধ করে দেয়া হয়েছিল। তবে এবারের মতো এত দীর্ঘ সময় বন্ধ ছিল না।’

উল্লেখ্য, ৫ আগস্টে কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর থেকেই বন্ধ করে দেয়া হয় বিখ্যাত এই জামে মসজিদটি। চার মাস পেরিয়ে গেলেও এখনো মিনার থেকে উচ্চারিত হয় না আজান। সড়কে সড়কে সেনা তো আছেই, শুধু মসজিদের জন্যও বসানো হয়েছে সশস্ত্র প্রহরা।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমোবাইলে দ্রুত চার্জ দেবেন কিভাবে?
পরবর্তী নিবন্ধআসামে কারফিউ ভেঙে বিক্ষোভ, হিন্দুত্ববাদী সন্ত্রাসী পুলিশের গুলিতে নিহত ৩ মুক্তিকামী