মালাউনদের অপশাসনের শিকার হয়ে ভারতে এক মাসে ৩০০ কৃষকের আত্মহত্যা

0
1101
মালাউনদের অপশাসনের শিকার হয়ে ভারতে এক মাসে ৩০০ কৃষকের আত্মহত্যা

সরকার আসে, সরকার যায়, দিন বদলায় না৷ বদলায় না সাধারণ মানুষের যন্ত্রণার কাহিনি৷ আরও একবার সেই রূঢ় বাস্তবের সামনে দাঁড়াল ভারত৷ তথ্য বলছে, গত এক মাসে মহারাষ্ট্রে আত্মহত্যা করেছেন ৩০০ জনেরও বেশি কৃষক৷

ভারতে কৃষক আত্মহত্যা নতুন কিছু নয়৷ ঋণের জালে জর্জরিত কৃষক আত্মহত্যা করছেন অনেক দিন ধরেই৷ যা নিয়ে ছবি হয়েছে, গল্প লেখা হয়েছে, রাজনীতিতে উত্থালপাথাল হয়েছে৷ লং মার্চ করেছেন কৃষকেরা৷ দিল্লিতে এসে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার জন্য ধর্না দিয়েছেন৷ কিন্তু বাস্তব বদলায়নি৷ কৃষকের সমস্যার যে কোনও সুরাহা হয়নি, আরও একবার তা প্রমাণ হয়ে গেল৷

মহারাষ্ট্র বরাবরই কৃষক আত্মহত্যাপ্রবণ জায়গা৷ গত কয়েক বছরে রাজ্যে খরা হয়েছে ভয়ঙ্কর৷ হাজার হাজার একর জমির ফসল নষ্ট হয়েছে৷ অথচ ফসল ফলানোর জন্য কৃষকেরা যে ঋণ নিয়েছিলেন, সব সময় তা মাফ হয়নি৷ ফলে দেনায় বিধ্বস্ত কৃষক আত্মহত্যা করেছেন৷ এ বছরের বিষয়টি ঠিক উল্টো৷ পুজোর পর ফসল ঘরে তোলার কিছুদিন আগে অকাল বর্ষণ হয় মহারাষ্ট্রে৷ আর তাতেই ফের নষ্ট হয় ফসল৷ মাথায় হাত পড়ে কৃষকদের৷

সময়টা ছিল নির্বাচনের৷ ফলে বিধ্বস্ত কৃষকদের বহু আশ্বাস দিয়েছিলেন রাজনৈতিক নেতারা৷ ক্ষতিপূরণও দেওয়া হয়েছিল৷ কিন্তু সামান্য ক্ষতিপূরণই যে যথেষ্ট নয়, রাজনীতিকরা তা আগেও কোনও দিন বোঝেননি, এখনও বোঝেন না৷ খানিক ক্ষতিপূরণ, সামান্য ঋণ মওকুফ যে সমস্যার সমাধান নয়, ৩০০ কৃষকের আত্মহত্যা তা আরও একবার প্রমাণ করে দিল৷

কৃষক আত্মহত্যার বিরুদ্ধে বহু দিন ধরে লড়াই করছেন বিদর্ভের বিজয় জওয়ানদ্ধিয়া৷ এই ঘটনার পরে ফের সোচ্চার হয়েছেন তিনি৷ তাঁর বক্তব্য, ”সরকার যদি সত্যিই কৃষকের আত্মহত্যা বন্ধ করতে চায়, তা হলে চাষের পুরো প্রক্রিয়াতেই বদল আনতে হবে৷ চাষিদের সঙ্গে বাজারের সরাসরি সংযোগ তৈরি করতে হবে৷ কারণ, বাজারে খাদ্য দ্রব্য চড়া দামে বিক্রি হলেও চাষিরা তার সুবিধা পান না৷ সমস্ত মুনাফাই চলে যায় মহাজনের ঘরে৷ যে দামে এখন চাষিকে ফসল বিক্রি করতে হয়, তাতে এক বছর চাষের ক্ষতি হলেই তাঁরা বিপুল ক্ষতির শিকার হন৷ ফলে আত্মহত্যা করতে বাধ্য হন৷ সরকার যদি সরাসরি এই বেচাকেনার জায়গায় ঢুকতে পারে এবং চাষিদের মুনাফা বাড়াতে পারে, তাহলেই একমাত্র এই মর্মান্তিক বাস্তব থেকে মুক্তি পাওয়া যাবে৷”

বিজয়ের কথা নতুন নয়৷ বহু দিন ধরে বহু ব্যক্তি এ কথা বলে চলেছেন৷ ভোটের সময় রাজনৈতিক দলগুলিও এ সব কথাই বলে৷ কিন্তু ভোট হয়ে গেলে, পরিস্থিতি ফিরে যায় সেই তিমিরেই৷ সাধারণ মানুষের কথা ভাববেন, এত সময় সম্ভবত রাজনৈতিক ব্যক্তিত্বদের নেই৷ তা কেবল মাত্র ইসলামিক শাসন ব্যাবস্থাতেই সকলের ন্যায অধিকার দিতে পারে।

সূত্র: এসজি/কেএম (টাইমস অফ ইন্ডিয়া, পিটিআই)

 

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ‘আজাদ কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সন্ত্রাসীদের প্রাণঘাতি অস্ত্র মোতায়েন’
পরবর্তী নিবন্ধ‘উন্নয়নের’ ভোগান্তিতে চট্টগ্রামের মানুষ