পাকিস্তান দখলকৃত আজাদ কাশ্মিরের প্রেসিডেন্ট সরদার মাসুদ খান বলেছেন যে নিয়ন্ত্রণ রেখায় ভারত প্রাণঘাতি অস্ত্র মোতায়েন করেছে, যা পাকিস্তানের বিরুদ্ধে মোদি সরকারের অত্যন্ত আগ্রাসী পরিকল্পনার একটি নমুনা।
গত বুধবার গভর্নর হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাশ্মিরের প্রেসিডেন্ট বলেন, ভারতীয় শাসকদের এই দুষ্ট চক্রান্ত শুধু পাকিস্তানের জন্যই বিপজ্জনক নয় গোটা অঞ্চলের শান্তি জন্য বড় ধরনের হুমকি। তিনি বলেন, ভারত এই অঞ্চলের একটি ভুয়া মানচিত্র প্রকাশ করেছে।
প্রেসিডেন্ট মাসুদ বলেন যে, গত বছর ৫ আগস্ট অধিকৃত অঞ্চলটির বিশেষ মর্যাদা বাতিল করে ভারত জম্মু-কাশ্মিরকে নিজের সঙ্গে যুক্ত করার পর থেকেই এর বিরুদ্ধে সরব প্রতিবাদ করে আসছে পাকিস্তান।
সরদার মাসুদ সতর্ক করে বলেন, ভারতের আগ্রাসি চক্রান্ত গোটা উপমহাদেশের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি। আমরা বেলুচিস্তানবাসীর কাছেও কৃতজ্ঞ কারণ তারা গোটা প্রদেশে কাশ্মিরি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেছে।
তিনি হুশিয়ার করে দিয়ে বলেন, পাকিস্তান ও ভারত দুই দেশের হাতেই পারমাণবিক অস্ত্র রয়েছে। তাই তাদের মধ্যে যুদ্ধ বেধে গেলে গোটা অঞ্চলের জন্য তা বিপর্যয় সৃষ্টি করবে।
সূত্র : এসএএম/ ডন