ইয়ামানের রাজধানী সানার প্রায় ১৭০ কিলোমিটার পূর্বে মরিব প্রদেশে সামরিক সেনা প্রশিক্ষণ ক্যাম্পে মাগরিবের সময় একটি হামলার ঘটনা ঘটে। যাতে কমপক্ষে ১১১ সেনা নিহত ও আরও বেশ কতক সেনা আহত হয়েছে।
ইয়ামানের উপমন্ত্রী আবদুল রাকিব আল হায়দার জানায় যে, এই হামলায় কমপক্ষে ১১১ সেনা মারা গিয়েছে। এবং আরও কয়েক ডজন সেনা আহত হয়েছে।
অন্যদিকে বেসরকারি কয়েকটি সংবাদ সংস্থা জানায় যে, উক্ত হামলায় ৯০ সেনা নিহত এবং ১৩০ সেনা আহত হয়েছে।
এর আগে সেখানের এক হাসপাতাল সূত্র ৮৩ জনের মৃত্যুর ১৪৮ জন আহ’ত হওয়ার কথা জানিয়েছিল।
সৌদি সমর্থিত ইয়ামান মুরতাদ রাষ্ট্রপতি “মনসুর হাদী আবদুল রব” এই হামলার জন্য আরেক মুরতাদ বাহিনী শিয়া সন্ত্রাসী “হুতী” মিলিশিয়াদের দোষী করছে, তবে মুরতাদ “হুতী” শিয়ারা এখনও গণমাধ্যমকে এই হামলা সম্পর্কে কিছু বলেনি।
লক্ষণীয় যে, সৌদি আরব গত ২০১৫ সালে হাদিদের পক্ষ নিয়ে (ছয় বছর ধরে) ইয়ামানের মুরতাদ শিয়া “হুতিদের” বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে, কিন্তু কোনও সাফল্য অর্জন করতে পারেনি।
অন্যদিকে উভয় বাহিনীর অমানবিক বিমান ও স্থল পথের হামলায় গত পাঁচ বছরের যুদ্ধে এখন পর্যন্ত ৯ হাজারেরও বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন, তাদের বেশিরভাগই নারী ও শিশু। আর, সৌদি আরবীয় সেনাদের অবরোধের শিকার হয়ে অনাহারে প্রতিনিয়তই মারা যাচ্ছে ইয়ামানী শিশুরা।