মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, সীমান্ত হত্যা বন্ধে বাংলাদেশ সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থতার পরিচয় দিয়েছে। সীমান্তে বাংলাদেশী নাগরিকদের উপর ভারতীয় বিএসএফ প্রায়ই নির্বিচার গুলি চালিয়ে বাংলাদেশী নাগরিকদের হত্যা করছে। পাখীর মত গুলি করে মানুষ হত্যা করছে। নিজ জমিতে কৃষিকাজরত বাংলাদেশী কৃষকের উপর গুলি চালিয়ে আহত করে তাকে ভারতে ধরে নিয়ে যাওয়া হয়েছে।
আজ বুধবারসংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি আরো বলেন, ভারতের এ জঘন্য আচরণ কোনভাবেই গ্রহনযোগ্য নয়। সীমান্তে ভারতীয় অত্যাচার ও হত্যাকান্ড বন্ধ করতে হবে। এ জন্য বাংলাদেশ সরকারকে ভারত তোষণ নীতি বাদ দিয়ে সীমান্তে ভারতীয় আগ্রাসনের কড়া জবাব দিতে হবে।
বাংলাদেশের নাগরিকদের রক্ষায় যথাযথ পদক্ষেপ গ্রহন করতে হবে। খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।