বিজেপি ভারতকে হিটলারের দেশ বানাতে চায় : ওয়াইসি

0
584

ভারতের মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি বিজেপি সরকারের সমালোচনা করে বলেছেন, তারা ভারতকে হিটলারের দেশ হিসেবে গড়ে তুলতে চায়।

গত মঙ্গলবার লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে বক্তব্য রাখার সময় তিনি এ কথা বলেন।

ভারতের  এই মুসলিম নেতা বলেন, মোদি-অমিত শাহ সরকার দেশের জন্য হুমকিস্বরূপ। তারা বিভিন্ন রাজ্যের ক্ষমতা কেড়ে নিয়ে কেন্দ্রীয়করণের চেষ্টা করছে।

তিনি বলেন, জাতীয় জনসংখ্যা নিবন্ধন (এনপিআর) এবং জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) মধ্যে কোনো পার্থক্য নেই। উভয়ই একই মুদ্রার দুটি দিক। এনপিআর হলে এনআরসি হবে। সেটা আজ না হলে কাল, কাল না হলে পরের দিন হবে।

বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরোধিতা করে ওয়াইসি বলেন, সিএএ যেমন নাগরিকত্ব দেয়ার অধিকার রাখে ঠিক তেমনি তা কেড়েও নিতে পারে। এর সবচেয়ে বড় উদাহরণ আসামের বাঙালি হিন্দুদের নাগরিকত্ব দিতে চাওয়া। অথচ সেখানকার পাঁচ লাখ মুসলমানের নাগরিকত্ব বাতিল করতে চায় মোদি সরকার।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সমালোচনা করে তিনি বলেন, সম্প্রতি দিল্লির জামিয়া ও শাহীনবাগ চত্বরে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। অথচ এই সরকারের আইন-শৃঙ্খলা বাহিনী এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছিলেন তিনি নাকি মুসলিম নারীদের ভাই। তাহলে আজ মুসলিম নারীরা প্রতিবাদে রাস্তায় নামলে ভাইয়ের এত অসন্তুষ্টি হচ্ছে কেন?’

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ‘বাংলাদেশ সীমান্তে চলছে ভারতীয় সন্ত্রাসীদের অন্যায় অত্যাচার ও হত্যাকাণ্ড
পরবর্তী নিবন্ধভারতে বাংলাদেশিদের দেশ ছাড়ার নির্দেশ দিয়ে পোস্টার!