ভারতের হুগলি নদীতে দুই জাহাজের সংঘর্ষ, ডুবলো বাংলাদেশি জাহাজ

0
809

ভারতের হুগলি নদীতে দুই জাহাজের সংঘর্ষে ‘এমভি মমতাময়ী মা’ নামের একটি বাংলাদেশি জাহাজ ডুবির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে দেশটির কলকাতা বন্দরের দিকে যাওয়ার সময় মাঝ নদীতে ডুবে যায় পণ্যবাহী জাহাজটি।

কলকাতা পুলিশের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সকালে হুগলি নদী দিয়ে কলকাতা বন্দরের দিকে যাচ্ছিল বাংলাদেশি জাহাজটি। এ সময় উল্টো দিক থেকে আসা অন্য একটি জাহাজের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটলে ‘এমভি মমতাময়ী মা’ নামের জাহাজটি একদিকে কাত হয়ে যায়। পরে পানি ঢুকে মাঝ নদীতে ধীরে ধীরে ডুবে যায় জাহাজটি।

এ সময় ঘটনাস্থল থেকে ১৩ জন নাবিককে উদ্ধার করা হয়। কিন্তু মাঝ নদীতে সংঘর্ষের ঘটনা ঘটায় পণ্যবাহী জাহাজটির ডুবে যাওয়া আটকানো সম্ভব হয়নি। পরে অন্য জাহাজের সঙ্গে বেঁধে টেনে পাড়ে আনা হয় ডুবে যাওয়া জাহাজটিকে।

 

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন